LIVE ‘বাঙালি কী, জ্ঞানেশ কুমারকে বুঝিয়ে দিয়ে এসেছি, এর পর মমতা যাবেন’, কমিশনকে তোপ অভিষেকের

ছাব্বিশের ভোটের প্রস্তুতিতে আজ, শুক্রবার প্রথম বারুইপুরে জনসভা থেকে জেলা সফর শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জানুয়ারি মাসজুড়ে তিনি রাজ্যের সব জেলায় কর্মসূচি করবেন।
১৬:০৯ : আমার সঙ্গে আঙুল তুলে কথা বলছিলেন জ্ঞানেশ কুমার। বাঙালি কী, দিল্লিতে গিয়ে বুঝিয়ে দিয়ে এসেছি। এর পর মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন: অভিষেক
১৬:০৫ : নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার সময়ে বছরে ২ কোটি চাকরি দেওয়ার কথা বলেছিলেন। সে ক্ষেত্রে ১১ বছরে ২২ কোটি চাকরি দেওয়ার কথা। দেশে ৪ হাজার ১২৩টি বিধানসভার কেন্দ্র রয়েছে। ২ কোটি চাকরি ভাগ করা হলে প্রতিটি বিধানসভা পিছু ৫৩ হাজারের চাকরি পাওয়ার কথা। নরেন্দ্র মোদী সরকার যদি প্রমাণ করতে পারেন একটি বিধানসভাতেও পাঁচ হাজার চাকরি দিয়েছে, তা হলে আমি রাজনীতি ছেড়ে দেবো: অভিষেক
১৬:০১ : ১০০ দিনের কাজ বন্ধ করে বাংলার মানুষকে ভাতে মারতে চাইছে: অভিষেক
১৫:৫৮ : যে বিজেপি নিজের দলের বুথ সভাপতিকে রক্ষা করতে পারে না সেই বিজেপি আপনাদের সুরক্ষা দেবে?: অভিষেক
১৫:৫৭ : বাংলাদেশে নৃশংস ভাবে দীপু দাসকে মারা হয়েছে। বিজেপির নেতা বলছেন, পশ্চিমবঙ্গের চেয়ে সেখানে ভাল ভাবে সরকার চলছে। এরা নিজেদের হিন্দুদের রক্ষাকর্তা বলে।: অভিষেক
১৫:৫৬ : একুশের চেয়ে ভোট শতাংশ এবং আসন সংখ্যা বাড়াতে হবে: অভিষেক
১৫:৫৬ : ছাব্বিশে দক্ষিণ ২৪ পরগনায় সব আসন জিততে হবে। একত্রিশে ৩১: অভিষেক
১৫:৫০ : আমাদের সংস্কৃতিকে ওরা বাংলাদেশি বলে দাগিয়ে দেয়। যত দিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে, বাংলার মানুষের দিকে চোখ তুলে তাকালে জবাব পাবে। ২০২৬-এও ব্যতিক্রম হবে না: অভিষেক
১৫:৪৮ : একটা বিধানসভায় পাঁচ হাজার চাকরিও বিজেপির সরকার দিয়েছে? দেখাতে পারবে? প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব: অভিষেক
১৫:৪৭: মেটিয়াবুরুজের মনিরুল ইসলাম মোল্লা, হরেকৃষ্ণ গিরি, কাকদ্বীপের মায়া দাসকে মঞ্চে ডাকলেন তিনি। যাদের কমিশনের ভোটার তালিকায় মৃত দেখানো হয়েছে
১৫:৪৩ : এই জেলার দায়িত্বটা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা নিন, বাকি জেলা আমরা সামলে নেবো: অভিষেক
১৫:৪২ : কে কী খাবে, কী বিক্রি করবে, কী পরবে সেটা কি বিজেপির দালালরা ঠিক করবে?: অভিষেক
১৫ :৪০: আমি কথা দিয়েছি, ২০২১-এর চেয়ে তৃণমূলের ভোট ২০২৬-এ বাড়বে। একটা হলেও আসন বাড়বে। আপনারা কথা দিন, সেই একটা আসন যেন এই জেলা থেকে হয়। ভাঙড়ও এ বার আমাদের জিততে হবে : অভিষেক
১৫:৩৮ : পানীয় জল যে সরকার দিতে পারে না সেই বিজেপি সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই: অভিষেক
১৫:৩৭ : বাংলার গরিব মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিতে এরা নিয়ে এসেছে এসআইআর: অভিষেক
১৫:৩৬ : কালীঘাট আমার জন্মভূমি, দক্ষিণ ২৪ পরগনা আমার কর্মভূমি : অভিষেক
সিপিএমের রমারমা বাজার, ২০০৮ সালে পরিবর্তনের চাকা এই জেলায় বারুইপুর ঘুরিয়েছিল: অভিষেক
১৫:৩৫ : আজ থেকে লড়াই শুরু করলাম বাংলার মাটিতে: অভিষেক
১৫:২৬ র্যাম্পের মতো সাজানো মঞ্চে হাঁটতে হাঁটতে মাইক হাতে বক্তব্য রাখছেন অভিষেক