কলকাতা নাইট রাইডার্সের নতুন কোচ হচ্ছেন অভিষেক নায়ার?জোর গুঞ্জন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১৪:৫০: আইপিএল এর অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর কোচিং স্টাফে বড় পরিবর্তন আসতে চলেছে। সর্বভারতীয় এক সংবাদ সংস্থার প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রাক্তন মুম্বই অলরাউন্ডার অভিষেক নায়ারকে দলের নতুন হেড কোচ হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা খুব শিগগিরই আসছে।
নায়ার কিন্তু নতুন মুখ নন নাইট রাইডার্স শিবিরে। বহু বছর ধরেই তিনি দলের সঙ্গে যুক্ত — প্রথমে অ্যাকাডেমির গুরুত্বপূর্ণ প্রশিক্ষক হিসেবে এবং পরবর্তীতে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে। গত মরশুমে পরামর্শদাতা গৌতম গম্ভীরের নেতৃত্বে যখন কেকেআর আইপিএল ২০২৪ জয় করে, তখনও নায়ার ছিলেন সেই সফল ব্যাকরুম টিমের অংশ।
তবে আইপিএল ২০২৫ মরশুমে কেকেআরের পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায়—মাত্র ১৪ ম্যাচে ৫টি জয় পেয়ে দল প্লে-অফে পৌঁছতে ব্যর্থ হয়। এরপরই ম্যানেজমেন্ট চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে পথ আলাদা করার সিদ্ধান্ত নেয়। তার পরেই নায়ারের উন্নতি নিশ্চিত হয়।
৪২ বছর বয়সি এই প্রাক্তন ক্রিকেটার ইতিমধ্যেই কোচ হিসেবে নিজের দক্ষতা প্রমাণ করেছেন। কিছুদিন আগেই তিনি ভারতীয় দলের সহকারী কোচের পদ থেকে বাদ পড়ার পর আবার কেকেআরের সাপোর্ট স্টাফে ফিরে আসেন। পাশাপাশি তিনি ডব্লিউপিএল ফ্র্যাঞ্চাইজি ইউপি ওয়ারিয়র্সের প্রধান কোচ হিসেবেও কাজ করছেন।
অভিষেক নায়ার ক্রিকেট মহলে পরিচিত তার বিশ্লেষণাত্মক মানসিকতা ও খেলোয়াড়দের পারফরম্যান্স উন্নত করার ক্ষমতার জন্য। তিনি দীর্ঘদিন ধরে রোহিত শর্মা ও কেএল রাহুলের মতো তারকাদের ব্যক্তিগত প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। রোহিতের ফিটনেস ট্রান্সফরমেশন থেকে শুরু করে মানসিক প্রস্তুতি—সবেতেই নায়ারের ভূমিকা প্রশংসনীয়।
বর্তমানে তিনি জিওহটস্টার-এর ক্রিকেট বিশ্লেষক হিসেবেও কাজ করছেন, যেখানে ভারতের অস্ট্রেলিয়া সফর নিয়ে তার বিশ্লেষণ যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। কেকেআরের হেড কোচ হিসেবে তার আনুষ্ঠানিক আগমন দলের ভবিষ্যৎ পরিকল্পনায় নতুন দিশা দেখাতে পারে, এমনটাই মনে করছেন ক্রিকেট মহলের অনেকে।