কলকাতায় সমপ্রেমী বিয়ের আসর, প্রণয় বন্ধনে আবদ্ধ হলেন ফ্যাশন ডিজাইনার অভিষেক
আইনের চোখে এখনও স্বীকৃতি পাবেন না এই যুগল। ২০১৮ সালে, ১৫৮ বছর পর আইনে বদল হয়ে ৩৭৭ ধারা সুপ্রিম কোর্টের রায়ে এক ঐতিহাসিক রায়ে বৈধতা পায়

সম্ভবত কলকাতার প্রথমবার ধুমধাম করে সমপ্রেমী বিয়ের অনুষ্ঠানে ফ্যাশন ডিজাইনার অভিষেক রায় বিয়ে করলেন বহু দিনের সঙ্গী চৈতন্য শর্মাকে। ধর্মমতে অনুষ্ঠিত হল এই বিয়ের অনুষ্ঠান। রবিবার কলকাতার এক হোটেলে বসে তাঁদের বিবাহ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন কলকাতার বেশ কিছু পরিচিত মুখও।
এদেশে এখনও আইনসম্মত নয় এখনো সমপ্রেমী বিয়ে। আইনের চোখে এখনও স্বীকৃতি পাবেন না এই যুগল। ২০১৮ সালে, ১৫৮ বছর পর আইনে বদল হয়ে ৩৭৭ ধারা সুপ্রিম কোর্টের রায়ে এক ঐতিহাসিক রায়ে বৈধতা পায়। দীর্ঘ দিন ধরে মানবাধিকার কর্মীদের একটা বড় অংশের দাবিতে অবশেষে শিলমোহর পড়ে৷
অভিষেক ও চৈতন্যের বিয়ের পর শহর কলকাতা বা এমন কি সারা দেশেও আরও সমপ্রেমী মানুষদের সাহস জোগাবে বলে মনে করা হচ্ছে।