মিথ্যে কুৎসার অভিযোগে নওসাদকে আইনি নোটিস পাঠালেন অভিষেক
৩ এপ্রিল ওয়াকফ সংশোধনী বিল পাশের সময়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদে ছিলেন কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নওশাদ সিদ্দিকি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ৩ এপ্রিল ওয়াকফ সংশোধনী বিল পাশের সময়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদে ছিলেন কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নওশাদ সিদ্দিকি। সংসদে অভিষেকের উপস্থিত থাকা নিয়ে এক বিবৃতিও দিয়েছেন নওশাদ। মিথ্যে কুৎসার অভিযোগে ভাঙড়ের বিধায়ক ও আইএসএফ নেতা নওসাদ সিদ্দিকিকে আইনি নোটিস পাঠালেন ডায়মন্ড হারবারের সাংসদ ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নওসাদকে এই নোটিস পাঠিয়েছেন অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু। নোটিস পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে আইএসএফ বিধায়ক নিজের বিবৃতি প্রত্যাহার না করলে এবং যথাযথ ব্যাখ্যা না দিলে কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এ ব্যাপারে অবশ্য নওসাদের প্রতিক্রিয়া জানা যায়নি।