মোদীর সভায় যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় মৃত চার বিজেপি সমর্থকের বাড়ি দলীয় প্রতিনিধি পাঠাচ্ছেন অভিষেক

December 20, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৪০: এসআইআর আবহের মধ্যেই আজ শনিবার বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালে তাহেরপুরে সেই সভায় যোগ দিতে এসে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় চারজনের। ঘটনায় আহত হন আরও দু’জন। শনিবার সকালেই মৃত বিজেপি সমর্থকদের পরিবারের সঙ্গে দেখা করার জন্য স্থানীয় তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে স্থানীয় নেতারা ইতিমধ্যে মুর্শিদাবাদের পথে রওনা হয়ে গিয়েছেন।

মোদির সভায় যোগ দিতে শুক্রবার রাতে মুর্শিদাবাদ থেকে ৪০ জন আসেন। সবার বাড়িই বড়ঞার সাবলদহ গ্রামে বলে জানা যাচ্ছে। তাঁদের মধ্যেই কয়েকজন ভোরবেলা রেললাইনের ধারে প্রাতঃকৃত্য সারতে যান। সেই সময় ধেয়ে আসা ট্রেনের ধাক্কায় একেবারে লাইনে ছিটকে পড়েন চারজন। আঘাত এতটাই গুরুতর ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের।

চার বিজেপি সমর্থকের মৃত্যুর খবর পেয়েই তৎপর হয় তৃণমূল। অভিষেকের দপ্তর থেকে নদিয়ায় নির্দেশ যায়, অবিলম্বে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে হবে। দলনেতার নির্দেশ পেয়েই স্থানীয় তৃণমূল নেতারা মুর্শিদাবাদের উদ্দেশে রওনা হন। তাঁরা মৃত চার জনের আত্মীয়দের সঙ্গে কথা বলবেন, সমবেদনা জানাবেন। রাজ্যের শাসকদলের তরফে দেওয়া হতে পারে সাহায্যের আশ্বাসও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen