জনপ্রতিনিধি গ্রেপ্তারি বিল ইস্যুতে অমিত শাহকে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক, কী বললেন তিনি?

দিনের শেষে বিকেলে সাংবাদিক বৈঠক থেকে এ প্রসঙ্গে শাহকে উদ্দেশ্য করে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক।

August 20, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:০০: সংবিধান সংশোধনী বা জনপ্রতিনিধি গ্রেপ্তারি বিল ইস্যুতে সুর চড়ালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বুধবার লোকসভায় যে ১৩০ তম সংবিধান সংশোধন বিল পেশ করেছেন তা নিয়ে এদিন দিনভর উত্তপ্ত থেকে লোকসভা। দিনের শেষে বিকেলে সাংবাদিক বৈঠক থেকে এ প্রসঙ্গে শাহকে উদ্দেশ্য করে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক।

শাহের উদ্দেশে অভিষেকের সরাসরি চ্যালেঞ্জ, “৩০ দিন নয়, ১৫ দিন সময় নিন। তৃণমূল সমর্থন করবে বিল। কিন্তু শর্ত একটাই—যদি অপরাধ প্রমাণ না হয়, তাহলে যিনি আটক করেছেন, সংশ্লিষ্ট আধিকারিককেও দ্বিগুণ সময় জেলে থাকতে হবে!”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কাপুরুষ বলে খোঁচা দিয়ে তিনি বলেন, “এই সরকার মানুষের সুরক্ষা নিয়ে চিন্তিত নয়। শুধু যে কোনও মূল্যে ক্ষমতা কুক্ষিগত করে রাখার চেষ্টা করছে।” অভিষেকের কথায়, “কাউকে রাজনৈতিক শত্রুতায় গ্রেপ্তার করা হলে তিনি আর আত্মপক্ষ সমর্থনের সুযোগটুকুও পাবেন না।”

তিনি আরও বলেন, কাপুরুষের মতো ২০ জন মার্শাল নিয়ে বিল পেশ করেছেন। সাংসদের কথায়, “যদি কাউকে রাজনৈতিক কারণে গ্রেপ্তার করা হয়। তিনি তো আত্মপক্ষ সমর্থনের সুযোগই পাবেন না। এটা অন্যায়।” এরপরই তিনি প্রশ্ন তোলেন, যে তদন্তাধীন মামলাগুলোতে নেতাদের গ্রেপ্তার করে বছরের পর বছর জেলে রাখা হয়, সেটা কোন আইনে? অপরাধ প্রমাণিত না হলে কেন একজনকে জেলবন্দি রাখা হবে সেই প্রশ্নও তোলেন তিনি। এরপরই শর্তসাপেক্ষে ‘জনপ্রতিনিধি গ্রেপ্তারি’ বিল সমর্থনের কথা শোনা যায় অভিষেকের গলায়। তিনি বলেন, “৩০ দিন ও দরকার নেই। ১৫ দিনেই পদ ছাড়বে, কিন্তু যদি তদন্তের পর নির্দোষ প্রমাণ হয় সেক্ষেত্রে তদন্তকারীদের গ্রেপ্তার করতে হবে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen