SIR নিয়ে দলের নেতাদের রিপোর্ট কার্ড মমতাকে দেবেন অভিষেক, তৃণমূলে বদলের ইঙ্গিত?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৩৯: নির্বাচন কমিশনের এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে ফের সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কমিশনের বিরুদ্ধে ‘পরিকল্পনাহীন এসআইআর’ চালানোর অভিযোগ তুলে তিনি দলের নেতাদের সতর্ক করেছেন, যাতে কোনও বৈধ ভোটারের নাম বাদ না যায়।
অভিষেক ভার্চুয়ালি বৈঠক (Virtual meeting) করে দলের নেতাদের দায়িত্ব ভাগ করে দিয়েছেন। বৈঠকে কারও প্রশংসা করেছেন, আবার কাউকে ভর্ৎসনাও করেছেন। তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন, এসআইআর প্রক্রিয়ায় সক্রিয়ভাবে নজর রাখতে হবে। আগামী ৬ ডিসেম্বর তিনি দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে নেতাদের কাজের রিপোর্ট কার্ড জমা দেবেন। সেই রিপোর্ট কার্ডে কী থাকবে, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।
৪ নভেম্বর থেকে ফর্ম বিতরণ শুরু হয়েছে। ফর্ম বিতরণ ও জমা নেওয়া চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত।
কমিশন এখন জমা পড়া তথ্য ডিজিটাইজ করার কাজ করছে। তৃণমূলের বিএলএ-২ কর্মীরা নিজেদের পৃথক তথ্যভান্ডার তৈরি করছেন।
‘দিদির দূত’ অ্যাপেও তথ্য নিয়মিত আপডেট হচ্ছে।
তৃণমূল (TMC) সূত্রে খবর, অভিষেকের রিপোর্টের ভিত্তিতেই ভোটের আগে অনেক নেতার পদ হারানো কিংবা পদে থাকা নির্ভর করবে। এর আগেও দেখা গিয়েছে, লোকসভা ভোটে খারাপ ফল করা এলাকায় পৌরসভার চেয়ারম্যান বদল হয়েছে। ফলে এবারও নেতাদের ভবিষ্যৎ নির্ভর করছে তাঁদের এসআইআর প্রক্রিয়ায় সক্রিয়তার উপর।