দলের নেতা-কর্মীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক, মোদীর ‘মন কী বাত’, ভারত বনাম শ্রীলঙ্কা মেয়েদের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯.০০: ভোটার তালিকার নিবিড় সংশোধনের জন্য শুনানি পর্ব শুরু হয়েছে। বিভিন্ন জেলা থেকে একাধিক অভিযোগ উঠে আসছে এই শুনানি পর্বকে ঘিরে। ভোটারদের হয়রানি সহ্য করতে হচ্ছে বলেও অভিযোগ। এই সংক্রান্ত খবরে নজর থাকবে।
আজ এসআইআরের দ্বিতীয় পর্ব নিয়ে দলের এক লক্ষের বেশি নেতা-কর্মীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক। এসআইআরের প্রথম পর্বে দলের যে বিএলএ-রা ‘প্রাণপাত পরিশ্রম করে’ কাজ করেছেন, তাঁদের কাছে অভিষেকের লিখিত বার্তাও পৌঁছে যাবে। আজ অভিষেকের এই বৈঠকের দিকে নজর থাকবে।
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কী বাত’ কর্মসূচি রয়েছে। প্রতি মাসের শেষ রবিবার এই কর্মসূচির মাধ্যমে দেশবাসীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। সম্প্রতি সংসদের শীতকালীন অধিবেশন শেষ হয়েছে। সেখানে ‘জিরামজি’ বিল পাশ হয়েছে। তা আইনেও পরিণত হয়েছে ইতিমধ্যে। সংসদের অধিবেশনের পরে এটিই প্রথম ‘মন কী বাত’ অনুষ্ঠান মোদীর।
আজ ভারত বনাম শ্রীলঙ্কা মেয়েদের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ। প্রথম তিনটি ম্যাচ জিতে আগেই সিরিজ় জিতে গিয়েছে হরমনপ্রীত কৌরের ভারত। প্রথম ও তৃতীয় ম্যাচ ভারত জিতেছে ৮ উইকেটে। দ্বিতীয় ম্যাচ জিতেছে ৭ উইকেটে। কোনও ম্যাচেই দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা। এ বার চুনকাম করার লক্ষ্যে ভারত। পাঁচ ম্যাচের সিরিজ়ের বাকি দু’টি ম্যাচ জিতে সেই লক্ষ্যে কি সফল হতে পারবেন হরমনপ্রীতেরা? আজ চতুর্থ ম্যাচ সন্ধ্যা ৭টা থেকে।
রবিবার ইন্ডিগোর ১৩টি ফ্লাইট পরিষেবা বাতিল করা হয়েছে। মুম্বই, হায়দরাবাদ, অমৃতসর, বেঙ্গালুরু, দিল্লি, গয়া, কলকাতা, চেন্নাই, জয়পুর, পুনে শহরের ফ্লাইট পরিষেবা ব্যাহত হতে পারে বলে খবর। যাত্রীদের ভোগান্তির খবরে নজর থাকবে।
বাংলাদেশে অশান্তির পরিবেশ অব্যাহত। সংখ্যালঘুদের উপরে অত্যাচার, হেনস্থার খবর উঠে এসেছে গত কয়েকদিন ধরে। বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর থাকবে।