সুপ্রিম নির্দেশের পরেও কেন্দ্র বকেয়া না মেটালে ফের ‘দিল্লি চলো’-র হুঁশিয়ারি অভিষেকের

মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, “সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও যদি আমাদের বকেয়া টাকা না দেওয়া হয়, আবার গর্জে উঠবে বাংলা এবং লড়াইকে দিল্লির দরবারে নিয়ে যাবে।”
উল্লেখ্য, ১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ একাধিক প্রকল্পে কেন্দ্রের কাছে রাজ্যের বিপুল অর্থ পাওনা রয়েছে বলে তৃণমূল কংগ্রেস (TMC) দীর্ঘদিন ধরে দাবি করে আসছে। এই বকেয়ার দাবিতে এর আগেও দিল্লিতে (Delhi) ধর্না ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছিল বাংলার শাসক দল।
বিজেপিকে (BJP) তীব্র আক্রমণ করে অভিষেক আরও লেখেন, “জমিদাররা ভোটে এবং কোর্টে হেরে গিয়েছে, তবুও তারা ইডি এবং নির্বাচন কমিশনের সমর্থনে তাদের খেলা চালিয়ে যাচ্ছে।” এই মন্তব্যের মাধ্যমে তিনি লোকসভা নির্বাচনে পরাজয় এবং আইনি লড়াইয়ে ধাক্কা খাওয়ার পরেও বিজেপি কেন্দ্রীয় সংস্থাগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বলে অভিযোগ তুলেছেন।
সবশেষে, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Assembly Elections) কথা উল্লেখ করে বিজেপিকে (BJP) কড়া হুঁশিয়ারি দেন অভিষেক। তিনি লেখেন, “জনগণের ডাকের চেয়ে বড় কোনো শক্তি নেই। বিজেপি, এখনই শিক্ষা নাও, নাহলে ২০২৬-এ আরও বড় পতনের জন্য তৈরি থাকো।”
https://x.com/abhishekaitc/status/1982844094822125609?t=eYMLi03qfunLapmISHS9oA&s=19