অভিষেকের মেগা বৈঠক, বিজয় হজারেতে রো-কো, ভারত বনাম শ্রীলঙ্কা মেয়েদের টি-টোয়েন্টি ম্যাচ, আজ নজর কোন কোন খবরে?

December 26, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:২০: অভিষেকের মেগা বৈঠক
আজ মেগা বৈঠকে বসছেন তৃণমূলের সেনাপতি। দলের বিএলএ, বিএলএ-২, বিধায়ক, মন্ত্রী, সাংসদ ও জেলা সভাপতি-সহ শাখা সংগঠনের নেতাদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুরে বৈঠক হবে। বৈঠকে কী কী নির্দেশ দেবেন অভিষেক, সে খবরের দিকে নজর থাকবে।

মাঠে নামছেন রো-কো
বিজয় হজারে ট্রফিতে আজ ফের মাঠে নামছেন রোহিত শর্মা ও বিরাট কোহলির। বিজয় হজারে ট্রফিতে দু’জনেই প্রথম দু’টি ম্যাচ খেলবেন বলে জানা গিয়েছিল। বুধবার দু’জনেই প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছেন। আজ মুম্বইয়ের সামনে উত্তরাখণ্ড। কোহলি খেলবেন গুজরাতের বিরুদ্ধে।

আজ ভারত বনাম শ্রীলঙ্কা মেয়েদের টি-টোয়েন্টি ম্যাচ
টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে আজ ভারতের মেয়েরা নামছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। হরমনপ্রীতরা প্রথম দু’টি ম্যাচ সহজেই জিতে গিয়েছে। তিরুঅনন্তপুরমে আজ জিতলে পাঁচ ম্যাচের সিরিজ জিতে যাবেন ভারতের মেয়েরা। খেলা শুরু সন্ধ্যা ৭টা থেকে। সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আগামীকাল থেকে শুরু শুনানি পর্ব
শনিবার থেকে বাংলায় ভোটারদের শুনানি পর্ব শুরু করছে কমিশন। আপাতত ডাক পড়বে ৩০ লক্ষ ভোটারের, যাঁরা ২০০২ সালের তালিকার সঙ্গে কোনও যোগসূত্র দেখাতে পারেননি। অনেককেই ইতিমধ্যে নোটিশ পাঠিয়েছে কমিশন। শুনানির দায়িত্বে থাকবেন ERO এবং AERO-রা। শুনানি পর্ব ঠিকঠাক চলছে কি-না, তা দেখরেখের জন্য কেন্দ্রীয় সরকারি কর্মীদেরও মাইক্রো অবজার্ভার হিসাবে নিযুক্ত করেছে কমিশন।

কেমন থাকবে শীতের কামড়
বড়দিনে এক ধাক্কায় ১৩ ডিগ্রির ঘরে গিয়েছে তাপমাত্রার পারদ। চলতি মরশুমের শীতলতম দিন ছিল এটিই। হাওয়া অফিস জানিয়েছে, পারদ আরও নামতে পারে। শহরে ১২ ডিগ্রির ঘরেও তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen