NEET বাতিল করে আগের মতো হোক রাজ্যস্তরের মেডিক্যাল প্রবেশিকা, প্রধানমন্ত্রীকে চিঠি মমতার

প্রধানমন্ত্রীকে চিঠি লিখে রাজ্যের মুখ্যমন্ত্রীর আবেদন, মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষায় ফেরানো হোক পুরানো পদ্ধতি।

June 24, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
NEET বাতিল করে আগের মতো হোক রাজ্যস্তরের মেডিক্যাল প্রবেশিকা, প্রধানমন্ত্রীকে চিঠি মমতার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সর্বভারতীয় অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা বা নিট বাতিল করে আগের মতো রাজ্যস্তরের মেডিক্যাল প্রবেশিকা চালুর দাবি নতুন নয়। এতদিন এই দাবি উঠত দক্ষিণ ভারত থেকে। মূলত তামিলনাড়ু থেকে। এবার বাংলা থেকেও দাবি উঠল রাজ্যে জয়েন্টের মাধ্যমে মেডিক্যাল প্রবেশিকা ফেরানোর।

নিটের প্রশ্নফাঁস নিয়ে দেশব্যাপী আন্দোলনের মাঝেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রধানমন্ত্রীকে চিঠি লিখে রাজ্যের মুখ্যমন্ত্রীর আবেদন, মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষায় ফেরানো হোক পুরানো পদ্ধতি। সর্বভারতীয় ক্ষেত্রে নিট বাতিল করে আগের মতোই হোক রাজ্যভিত্তিক জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা।

২০২৪ সালের নিট পরীক্ষায় বিস্তর অসঙ্গতির অভিযোগ তুলছেন পরীক্ষার্থীরা। এ বছর নিট পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে ৬৭ জন। এর পর থেকে এই প্রবেশিকা পরীক্ষা নিয়ে উঠেছে বিস্তর অভিযোগ। পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগের পাশাপাশি অনেককে গ্রেস মার্কস দেওয়ারও অভিযোগ তোলেন পরীক্ষার্থীরা। এই ইস্যুতে সরব গোটা দেশ। নিটের বেনিয়ম প্রশ্ন তুলে দিচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশ্বাসযোগ্যতা নিয়েও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen