DUSU: দিল্লি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে চারের মধ্যে তিন পদে জয়ী ABVP
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৪৫: দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ বা ডুসু নির্বাচনে (DUSU Elections) বিশাল ব্যবধানে জয়ী হলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (Akhil Bharatiya Vidyarthi Parishad – ABVP) প্রার্থী আরিয়ান মান (Aryan Maan)। শুক্রবার ফলাফল ঘোষণার পর দেখা গিয়েছে, তিনি কংগ্রেস-সমর্থিত ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়ার (NSUI) প্রার্থী জোসলিন নন্দিতা চৌধুরীকে অনেক পেছনে ফেলে এই জয় ছিনিয়ে এনেছেন।
এই নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি মোট চারটি পদের মধ্যে তিনটিতেই জয়লাভ করে চমক দেখিয়েছে। তারা সভাপতি (DUSU President), সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদে বিজয়ী হয়েছে। এনএসইউআই কেবলমাত্র সহ-সভাপতি পদটিতে জয় পেয়েছে।
গোটা বিশ্ববিদ্যালয় জুড়ে কড়া নিরাপত্তার মধ্যে বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে শুক্রবার ভোট গণনার পর এই ফল ঘোষণা করা হয়। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (PTI) জানিয়েছে, এবারের ডুসু নির্বাচনে ভোটদানের হার ছিল প্রায় ৪০ শতাংশ।