বড় বদল এলো এশিয়া কাপের সময়সূচিতে, কী কী পরিবর্তন এলো সূচিতে?

ঘোষিত সূচি অনুযায়ী ম্যাচ শুরু হওয়ার কথা ছিল সন্ধে ৭টা ৩০ মিনিটে, কিন্তু সর্বশেষ বিজ্ঞপ্তিতে সময় পরিবর্তন করা হয়েছে।

August 30, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৪৬: এশিয়া কাপ ২০২৫-কে ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) শনিবার (৩০ আগস্ট) নিশ্চিত করেছে, দুবাই ও আবুধাবিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের সব ম্যাচ রাত ৮টা (ভারতীয় সময়) থেকে শুরু হবে। আগে ঘোষিত সূচি অনুযায়ী ম্যাচ শুরু হওয়ার কথা ছিল সন্ধে ৭টা ৩০ মিনিটে, কিন্তু সর্বশেষ বিজ্ঞপ্তিতে সময় পরিবর্তন করা হয়েছে। স্থানীয় সময় অনুযায়ী ম্যাচ শুরু হবে সন্ধে ৬টা ৩০ মিনিটে।

তবে ব্যতিক্রম হিসেবে একমাত্র গ্রুপ পর্বের ম্যাচ, যেখানে আবুধাবিতে ১৫ সেপ্টেম্বর মুখোমুখি হবে স্বাগতিক সংযুক্ত আরব আমিশাহির (UAE) ও ওমান। সেই ম্যাচ শুরু হবে বিকেল ৪টেয় (স্থানীয় সময়), অর্থাৎ ভারতীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ ভারত বনাম পাকিস্তান। তারিখ ১৪ সেপ্টেম্বর, রবিবার। এর আগে ১০ সেপ্টেম্বর ভারত তাদের প্রথম গ্রুপ ম্যাচ খেলবে আরব আমিরসাহির বিরুদ্ধে দুবাইতেই। এরপর ১৯ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে ভারত মুখোমুখি হবে ওমানের, তবে সেই ম্যাচের আসর আবুধাবিতে।

এশিয়া কাপ ২০২৫-এ মোট আটটি দল অংশ নিচ্ছে। গ্রুপ এ-তে রয়েছে ভারত, পাকিস্তান, আমিরসাহির ও ওমান। অন্যদিকে গ্রুপ বি-তে আছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও হংকং। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যোগ্যতা অর্জন করবে সুপার ফোরে।

সুপার ফোরের ছয়টি ম্যাচের মধ্যে পাঁচটি এবং ফাইনাল (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে দুবাইয়ে। বাকি একটি ম্যাচ, অর্থাৎ ২২ সেপ্টেম্বর এ২ বনাম বি১-এর খেলা অনুষ্ঠিত হবে আবুধাবিতে। উল্লেখযোগ্যভাবে, গ্রুপ বি-র ছ’টি ম্যাচের মধ্যে পাঁচটিই হবে আবুধাবিতে। গ্রুপ এ-র দুই ম্যাচ—ইউএই বনাম ওমান এবং ভারত বনাম ওমান—সেখানেই আয়োজিত হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen