Asia Cup 2025 Trophy Controversy: পদ খোয়ানোর ভয় দুঃখপ্রকাশ নকভির, কী পদক্ষেপ BCCI-র?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৪০: এশিয়া কাপ ট্রফি নিয়ে টানাপোড়েন জারি! অবশেষে দুঃখপ্রকাশ করেছেন মহসিন নকভি (Mohsin Naqvi)। এসিসির চেয়ারম্যানের মতে, ফাইনালের পর কয়েক ঘণ্টায় যে নাটক হয়েছে তা অনভিপ্রেত ছিল। ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও এশিয়া কাপের ট্রফি ফেরত দেননি পাকিস্তান ক্রিকেট বোর্ড তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান। কড়া পদক্ষেপ করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যার জেরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পদ হারাতে পারেন নকভি।
মঙ্গলবার, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে নকভি জানিয়েছেন, যা হয়েছে তা অনভিপ্রেত। এশিয়ান ক্রিকেটের প্রধান হিসাবে তিনি বিষয়টি ভালভাবে সামলাতে পারতেন। তাই দুঃখপ্রকাশ করেছেন। তবে দুঃখপ্রকাশ করলেও তিনি জানিয়েছেন, ট্রফি পাঠাবেন না।
নকভির বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ করতে চলেছে ভারতীয় বোর্ড। পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান হওয়ার পাশাপাশি নকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। সেই পরিচয় সামনে এনে ICC-র কাছে অভিযোগ জানাতে চলেছে ভারতীয় বোর্ড।
এশিয়া কাপ জেতার পর নকভির হাত থেকে ট্রফি নিতে চাননি সূর্যকুমাররা। ট্রফি ও ভারতীয় ক্রিকেটারদের মেডেল নিয়ে চলে যান নকভি। ভারতের অভিযোগ, এশিয়ান কাউন্সিলের প্রধান নন, নকভি পাকিস্তানের মন্ত্রীর মতো ব্যবহার করেছেন। চ্যাম্পিয়নদের ট্রফি দেওয়া হচ্ছে না। এতে বিশ্বের সামনে এশিয়ার ক্রিকেটের সম্মানহানি হচ্ছে। তাই নকভিকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি জানাতে চলেছে ভারত। আরও কিছু দেশের বোর্ডকে পাশে পেতে পারে ভারত।
মঙ্গলবারের বৈঠকে ট্রফি-বিতর্ককে প্রথমে আলোচনার বিষয়ের মধ্যে রাখা হয়নি। ভারতীয় বোর্ডের দুই প্রতিনিধি রাজীব শুক্ল এবং আশিস শেলার প্রতিবাদ করেন। তাঁদের দাবি, যত দ্রুত সম্ভব এশিয়া কাপ ট্রফি ও ভারতীয় ক্রিকেটারদের মেডেল ফেরত দিতে হবে।