Starlink: ভারতে ইলন মাস্কের ইন্টারনেট পরিষেবা পাবেন না সবাই? কী জানালেন মন্ত্রী?
ভারতে ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা Starlink সীমিত পরিসরে ব্যবহৃত হবে বলে জানালেন কেন্দ্রীয় টেলিকম প্রতিমন্ত্রী।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:১২: ভারতে ইলন মাস্কের (Elon Musk) স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক (Starlink) চালু হলেও, তা সীমিত পরিসরে ব্যবহৃত হবে বলে জানালেন কেন্দ্রীয় টেলিকম প্রতিমন্ত্রী পেম্মাসানি চন্দ্রশেখর (Pemmasani Chandra Sekhar)।
দিল্লীতে ভারত সঞ্চার নিগম লিমিটেডের (BSNL) এক বৈঠকের ফাঁকে সাংবাদিকদের তিনি জানান, স্টারলিংক পরিষেবা ভারতে মাত্র ২০ লক্ষ সংযোগ দিতে পারবে, কারণ স্পেকট্রাম (spectrum) ব্যবহারে কিছু মৌলিক সীমাবদ্ধতা রয়েছে।
তিনি আরও বলেন, স্টারলিংকের মাসিক পরিষেবা মূল্য প্রায় ₹৩,০০০ হতে পারে। তবে এর যন্ত্রপাতির খরচ এতটাই বেশি যে, তা সাধারণ মানুষের নাগালের বাইরে হবে। একটি স্টারলিংক টার্মিনালের দাম অত্যন্ত চড়া হওয়ায়, এটি কোনোভাবেই বিপুলভাবে ছড়িয়ে পড়বে না বলেই মত মন্ত্রীর।
দেশের বাকি টেলিকম সংস্থাগুলির উপর কোনও বড়সড় প্রভাব স্টারলিংক ফেলবে না বলেই মন্ত্রী মনে করেন। তিনি স্পষ্ট জানান, “স্যাটেলাইট পরিষেবা দিয়ে পুরো দেশজুড়ে ইন্টারনেট সংযোগ সম্ভব নয়। তাই এদের উপস্থিতি প্রচলিত টেলিকম সংস্থাগুলির জন্য কোনও বিপদ নয়।”
উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি ভারতের স্পেস রেগুলেটরি সংস্থা ইন-স্পেস (IN-SPACe – Indian National Space Promotion and Authorisation Centre) স্টারলিংককে শেষ পর্যায়ের ছাড়পত্র দিয়েছে। এর ফলে ভারতে স্টারলিংক পরিষেবা চালুর পথ পুরোপুরি প্রসারিত হয়েছে।