অ্যাসিড আক্রমণ – এই ব্যাধির থেকে কবে উত্তরণ হবে সমাজের? মুখোমুখি সঞ্চয়িতা
নিজেই অ্যাসিড বিদ্বেষের শিকার, সঞ্চয়িতা কীভাবে সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে লড়ছেন, জেনে নিন।
March 8, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

অ্যাসিড আক্রমণ মেয়েদের প্রতি সন্ত্রাস। সন্ত্রাসবাদীর মতোই অতর্কিতে হানা দিয়ে নিমেষের মধ্যে প্রাণহানি, অঙ্গহানি করছে কিছু লোক। এই ব্যাধির থেকে কবে উত্তরণ হবে সমাজের? নিছক কিছু দিন উদযাপনে মিলবে কি সমাজ বদলানোর আলো? এইরকম নানা প্রশ্নের উত্তর খুঁজতে দৃষ্টিভঙ্গির মুখোমুখি সমাজকর্মী সঞ্চয়িতা দে যাদব। নিজেই অ্যাসিড বিদ্বেষের শিকার, সঞ্চয়িতা কীভাবে সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে লড়ছেন, জেনে নিন।