‘প্রধানে’র পর এবার ‘খাদান’-এ ‘মারকুটে’ দেব, প্রকাশ্যে ফার্স্ট লুক

নতুন বছরের শুরুতেই ফের ধামাকাদার এন্ট্রি দেবের।

January 2, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নতুন বছরের শুরুতেই ফের ধামাকাদার এন্ট্রি দেবের। ‘প্রধানে’র সাফল্যের মাঝেই ফের কয়লা মফিয়ারূপে আসর মাতাতে প্রস্তুতি শুরু অভিনেতার। জানা গিয়েছে, ‘খাদান’ ছবিতে সেই সুপরিচিত অ্যাক্শনহিরো হচ্ছেন দেব। ইতিমধ্যেই তাঁর ফার্স্ট লুক সিনেপ্রেমীদের তাক লাগিয়ে দিয়েছে। বড় পর্দায় কবে মুক্তি পাবে তা জানতে উদগ্রীব দেবের ফ্যানেরা।

সোশ্যাল মিডিয়ায় দেবের শেয়ার করা সেই ছবিতে অভিনেতাকে দেখা গেছে উসকো-খুসকো চুল, ধারালো অস্ত্র হাতে। দেখে নিন কয়লা মাফিয়ারূপে ‘মারকুটে’ দেবের সেই ফার্স লুক।

প্রসঙ্গত, টলিপাড়া সূত্রে এর আগেই খবর মিলেছিল, কয়লাখনি অঞ্চলের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন ছবি তৈরি করতে চলেছেন দেব। পরিচালক সঞ্জয় রিনো দত্ত। প্রযোজনায় সুরিন্দর ফিল্মস। ‘খাদান ছবির’ প্রথম ঝলক প্রকাশ্যে আসায় এবার সেই জল্পনাতেই এবার সিলমোহর পড়ল। এই ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী ইদিকা পালকে। তবে ছবির শুটিং কবে শুরু হবে, সে বিষয়ে এখন‌ও পর্যন্ত কিছু জানা যায় নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen