প্রয়াত ‘থ্রি ইডিয়ট্স’র কড়া অধ্যাপকের চরিত্র-খ্যাত অভিনেতা অচ্যুৎ পোটদার
তাঁর কর্মজীবন শুরু হয়েছিল ভারতীয় সশস্ত্র বাহিনীতে। ১৯৮০ সালে অভিনয় করতে শুরু করেন।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:১২: ‘হোয়াট ইস আ মেশিন?’ আমির খানের উত্তর শুনে তিনি বলেছিলেন, ‘কহেনা ক্যায়া চাহতে হো?’। ‘থ্রি ইডিয়ট্স’র এই সংলাপ আজও জনপ্রিয়। ইঞ্জিনিয়ারিং কলেজের সেই কড়া অধ্যাপকের চরিত্রে অভিনয় করা অচ্যুৎ পোটদার প্রয়াত হলেন। ১৮ আগস্ট, সোমবার থাণের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ অভিনেতা। দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯১ বছর। আজ থানেতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
তাঁর কর্মজীবন শুরু হয়েছিল ভারতীয় সশস্ত্র বাহিনীতে। ১৯৮০ সালে অভিনয় করতে শুরু করেন।
প্রায় ১২৫টি ছবিতে অভিনয় করেছেন অচ্যুৎ। হিন্দি ছাড়াও বেশ কিছু মরাঠি ছবিতেও অভিনয় করেছেন তিনি। ‘আক্রোশ’, ‘তেজাব’, ‘পরিন্দা’, ‘রাজু বন গয়া জেন্টলম্যান’, ‘দিলওয়ালে’ থেকে ‘দাবাং ২’, ‘লগে রহো মুন্নাভাই’, ‘ভূতনাথ’, ‘পরিণীতা’র মতো ছবি রয়েছে তাঁর ফিল্ম ক্যারিয়ারে।