হলিউড অভিনেতা অ্যালেক বল্ডউইনের হাতে শ্যুটিং-এ দুর্ঘটনায় মৃত ক্যামেরাপার্সন

নিউ মেক্সিকোতে অ্যালেক অভিনীত এবং প্রযোজিত ছবির শ্যুটিং চলছিল। সেখানেই এই দুর্ঘটনা।

October 22, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

শ্যুটিং সেটে খেলনা বন্দুক দিয়ে ভুল করে ছবির ক্যামেরাপার্সন গালিনা হাচিন্সকে হত্যা করলেন হলিউড অভিনেতা অ্যালেক বল্ডউইন। আহত ছবির পরিচালক জোয়েল সুজা। নিউ মেক্সিকোতে অ্যালেক অভিনীত এবং প্রযোজিত ছবির শ্যুটিং চলছিল। সেখানেই এই দুর্ঘটনা।

এখনও পর্যন্ত এ নিয়ে কোনও মামলা দায়ের হয়নি বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক। আপাতত তদন্ত চলছে। খেলনা বন্দুকের মধ্যে কী উপাদান ছিল এবং বন্দুক সেটে গেল কী ভাবে— সে সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

ক্যামেরার দায়িত্বে থাকা সেই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি। পরিচালকের চিকিৎসা চলছে অন্য এক হাসপাতালে। সংবাদমাধ্যমের সূত্রে জানা গিয়েছে, এখন সেই ছবির শ্যুটিং বন্ধ রাখা হয়েছে। থানার বাইরে দাঁড়িয়ে অ্যালেককে কাঁদতে দেখা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen