করোনা রিপোর্ট নেগেটিভ অভিনেতা দেবের, তাও থাকছেন ৭ দিনের আইসোলেশনে

বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় করোনা সংক্রমণের খবর দিয়েছিলেন দেব।

January 10, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

করোনা-মুক্ত দেব। টুইটারে নিজেই জানিয়েছেন অভিনেতা। তবে লিখেছেন, এখনই বাড়ি থেকে বেরোচ্ছেন না।

রবিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় দেব জানান, তিনি আবার করোনা পরীক্ষা করিয়েছেন। কিন্তু এবারে রিপোর্ট নেগেটিভ এসেছে। যদিও নিয়ম মেনে তিনি ৭ দিন বাড়িতেই থাকছেন। 

করোনার খবরের দিকে সকলের নজর ছিল। কখনও তাঁদের করোনা সংক্রমণ নিয়ে অনুরাগীদের উদ্বেগ, কখনও বান্ধবী রুক্মিণীকে নিয়ে দেবের রসিকতা— কোনও কিছুই বাদ পড়েনি খবর থেকে। 

বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় করোনা সংক্রমণের খবর দিয়েছিলেন দেব। সঙ্গে জানা গিয়েছিল, রুক্মিণী মৈত্ররও কোভিড পজিটিভ। তারপর থেকেই দু’জনেই স্বেচ্ছা-গৃহবন্দি। তবে এর মধ্যেও হাসিখুশি মেজাজেই ছিলেন দেব। কখনও সহকর্মীর কাছে কোয়ারেন্টাইনে বিরিয়ানি, মাটন চাপ, ফিরনি খাওয়ার আবদার জানিয়েছেন। কখনও বান্ধবীর সঙ্গে ঠাট্টা করেছেন। কিন্তু তাতেও অনুরাগীদের উদ্বেগ কমছিল না।

অবশেষে রবিবার সন্ধ্যায় দেব জানালেন, তিনি করোনা-মুক্ত হয়েছেন। তার পর থেকে ভক্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তবে রুক্মিণী এখনও কোভিড সংক্রমিতই কি না, তা এখনও জানা যায়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen