এবার ক্যামেরার পিছনে, আসছে বীর দাস-র প্রথম হিন্দি ছবি
December 22, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার পরিচালনায় নামতে চলেছেন বীর দাস। অভিনয় ও স্ট্যান্ড আপ কমেডির পর এবার ক্যামেরার পিছনে নির্দেশকের ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন বীর। ২০০৭ সালে নমস্তে লন্ডন ছবিতে তাঁকে প্রথমবার দেখা যায়। স্ট্যান্ড আপ কমেডিতেও তিনি নাম করেছেন। বহু স্ট্যান্ড আপ কমেডির শোতেও তাঁকে বহুবার দেখা গিয়েছে। এবার পরিচালনায় হাতে খড়ি। পরিচালক বীর দাসের নতুন হিন্দি ছবি আসছে।
‘বীর দাস: ল্যান্ডিং’-এর জন্য তিনি চলতি বছর এমি অ্যাওয়ার্ড পেয়েছেন। একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। ২০২০ সালে লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন বীর। হাসমুখ ছবির গল্প লেখেন তিনি।
বর্তমানে তিনি ফক্সের সঙ্গে যৌথভাবে একটি মার্কিন টিভি শো তৈরি করছেন, সেখানে তাঁকে অভিনয় করতেও দেখা যাবে। শো-র নাম কান্ট্রি। আগামী জুলাই থেকে শুরু হবে কাজ। একটি মার্কিন ছবিতেও দেখা যাবে তাঁকে।