‘বাইরে বেরলেই মাস্ক মাস্ট ‘! সকলকে আবেদন জানালেন দেব
সারা দেশে প্রতিদিন বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। এই সময় কোভিড-১৯ সর্ম্পকিত সব রকম সতর্কতা মানতে বলা হচ্ছে মানুষকে

দেশ জুড়ে মানুষ আক্রান্ত হচ্ছেন করোনা ভাইরাসে। সারা দেশে প্রতিদিন বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। এই সময় কোভিড-১৯ সর্ম্পকিত সব রকম সতর্কতা মানতে বলা হচ্ছে মানুষকে। photo source Instagram

এবার মানুষকে সর্তক করলেন অভিনেতা-সাংসদ দেব ! photo source collected

দেব সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই ছবি পোস্ট করেন। এবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মাস্ক পরা একটি ছবি পোস্ট করলেন তিনি। photo source collected

ছবি পোস্ট করে দেব মানুষকে ফের একবার সতর্ক থাকতে বললেন। বাইরে বেরলে সকলে যাতে মাস্ক পরে, সে আবেদনও করলেন।photo source collected

তিনি লিখেছেন, “বাইরে বেরলে মাস্ক পরছেন তো? ভুলবেন না, করোনার বিরুদ্ধে লড়াইয়ে মাস্ক আমাদের অন্যতম হাতিয়ার।অযথা ঝুঁকি নেবেন না।কলকাতা পুলিশ সম্প্রতি যে ‘MaskUpKolkata’ campaign শুরু করেছে,তাতে শরিক হোন। মনে রাখুন, বাইরে বেরোলে মাস্ক মাস্ট। সুস্থ থাকুন, সতর্ক থাকুন।”photo source collected