প্রয়াত ‘মহাভারত’-র কর্ণ-খ্যাত অভিনেতা পঙ্কজ ধীর
October 15, 2025
|
< 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৪:৩৫: প্রয়াত হলেন জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘মহাভারত’-র কর্ণের চরিত্রে অভিনয় করে বিপুল খ্যাতি পাওয়া অভিনেতা পঙ্কজ ধীর (Pankaj Dheer)। ১৫ অক্টোবর, বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পঙ্কজ ধীর দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।
এক দফা ক্যান্সার জয় করেছিলেন অভিনেতা। কিন্তু কয়েক মাস আগে রোগটি ফিরে আসে। তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি হয়। বড় অস্ত্রোপচারও হয়।
অভিনেতার মৃত্যুতে সিনে ও টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন (CINTAA) বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে লেখা হয়েছে,‘‘গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের ট্রাস্টের প্রাক্তন চেয়ারম্যান এবং CINTAA-র প্রাক্তন জেনারেল সেক্রেটারি শ্রী পঙ্কজ ধীর প্রয়াত হয়েছেন। তাঁর শেষকৃত্য আজ বিকেল ৪:৩০ মিনিটে মুম্বইয়ের ভিলে পার্লে (পশ্চিম)-এ পবন হংসের কাছে অনুষ্ঠিত হবে।’’