বাংলাকে বাংলাদেশি ভাষা তকমা – মালপোয়া বলে কাকে খোঁচা দিলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী?

ঋত্বিক চক্রবর্তী লেখেন, “বাংলা বিরোধী বাঙালি বিরোধী গান্ধীজি বিরোধী সংবিধান বিরোধী স্বাধীনতা আন্দোলন বিরোধী

August 7, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৩৭: বাংলা ভাষাকে ‘বাংলাদেশী ভাষা’ তকমা দিয়েছে অমিত শাহ অধীনস্থ দিল্লি পুলিশ। তারপর বিজেপির (BJP) আইটি সেলের প্রধান অমিত মালব্য দাবি করেন, বাংলা বলে না-কি কোনও ভাষাই নেই! প্রতিবাদে গর্জে উঠেছে বাংলা সহ সারা দেশ। শিল্পী থেকে লেখক, অভিনেতা থেকে রাজনৈতিক নেতা সব স্তরের মানুষ বিজেপির বাংলা বিরোধী মন্তব্যের প্রতিবাদে সরব। অমিত মালব্যকে সমাজ মাধ্যমে তীব্র কটাক্ষ করেছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী (Ritwisk Chakraborty)।

নিজের ফেসবুক ঋত্বিক লেখেন, “আমারা সবাই জানি অমিত মালপোয়া বলে কেউ নেই। আবার মালটা বলে একটা লেবু আছে যেটা বেশি কচলালে তিতা হয় কি না জানি না। এদিকে অমিত মালব্য বলে এক জন নাকি আছে। তার ব-এ য ফলাটা সবাই নিজের কাছে জমা রাখুক তাহলে শুধু মাল টা পরে থাকবে।”

এর আগে বিজেপিকে নিশানা করে ঋত্বিক চক্রবর্তী লেখেন, “বাংলা বিরোধী বাঙালি বিরোধী গান্ধীজি বিরোধী সংবিধান বিরোধী স্বাধীনতা আন্দোলন বিরোধী একই সঙ্গে সেলুলার জেলে বসে মুচলেকার পক্ষে হিটলারের পক্ষে ডোলান্ড ট্রাম্পের পক্ষে নাথুরামের পক্ষে এমন কী গুমনামী বাবার পক্ষে এক কথায় প্রকাশ করুন।”

উল্লেখ্য, বাংলা ভাষাকে ‘বাংলাদেশী ভাষা’ তকমা দেওয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল। সংসদেও প্রতিবাদের ঝড় তুলেছেন বাংলার তৃণমূল সাংসদেরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen