মধ্যরাতে দুর্ঘটনা, মদ্যপ অবস্থায় বিপজ্জনক গতিতে গাড়ি ছোটাচ্ছিলেন টলিউডের অভিনেতা

সোমবার রাত একটা নাগাদ বেহালা চৌরাস্তার কাছে রাজা রামমোহন রায় রোডে দুর্ঘটনাটি ঘটে। গাড়ি চালাচ্ছিলেন অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়।

August 22, 2024 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিপজ্জনক গতিতে কালো-লাল রঙের এসইউভি ছোটাচ্ছিলেন টলিউডের অভিনেতা। সরাসরি এক বাইকে ধাক্কা মারে গাড়িটি। প্রায় ২০ ফুট দূরে ছিটকে পড়েন চালক। গতি অত্যধিক থাকায় দুর্ঘটনার পরেও থামেনি গাড়ি। একটি বাড়ির পাঁচিলে ধাক্কা মারে গাড়িটি। গোটা পাঁচিল ভেঙে যায়। মধ্যরাতে দুর্ঘটনার সাক্ষী থাকল বেহালা। সোমবার রাত একটা নাগাদ বেহালা চৌরাস্তার কাছে রাজা রামমোহন রায় রোডে দুর্ঘটনাটি ঘটে। গাড়ি চালাচ্ছিলেন অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়।

গাড়ির ধাক্কাতেই গুরুতর জখম হন বাইক চালক, সৌরভ হালদার। বেহালা থানা এলাকার বিদ্যাসাগর পল্লিতে বাড়ি যুবকের। লালবাজার জানিয়েছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন সম্রাট। তার জেরেই নিয়ন্ত্রণ হারান তিনি। বিকট শব্দ পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। গুরুতর জখম অবস্থায় বাইক চালককে উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পৌঁছয় বেহালা থানার পুলিশ। সঙ্কটজনক হওয়ায় দ্রুত এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে চালককে। অর্থোপেডিক ওয়ার্ডে ভর্তি করা হয়েছে যুবককে। মদ্যপ অবস্থায় গাড়ির চালানো ও বাইক চালককে ধাক্কার অভিযোগে সম্রাটকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাঁকে আলিপুরে আদালতে পেশ করা হয়। ধৃতকে ২৩ তারিখ পর্যন্ত পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। সরকারি আইনজীবী জানিয়েছেন, মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী মদ্যপ ছিলেন অভিনেতা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টালিগঞ্জ থেকে বেহালার চৌরাস্তার দিক থেকে আসছিল গাড়িটি। দ্রুতগতিতে গাড়িটি চালাচ্ছিলেন সম্রাট, সিসি ক্যামেরার ফুটেজেও তা দেখা গিয়েছে। অন্যদিকে, কাজ সেরে বাড়ি ফিরছিলেন বাইক চালক। দুর্ঘটনার জেরেই তাঁর চোখ, মুখ, মাথা সহ একাধিক জায়গায় গভীর ক্ষত তৈরি হয়েছে। স্থানীয়দের কথায়, দুর্ঘটনার পর গাড়ি থেকে নামতে পারছিলেন না অভিনেতা। বেহালা থানার পুলিশ ও জেমস লং ট্রাফিক গার্ডের অফিসাররা ঘটনাস্থলে পৌঁছন। পুলিশের দাবি, মদ্যপ ছিলেন প্রাথমিক পর্যায়ে তা স্বীকার করেননি সম্রাট। যদিও পরে ব্রেথ অ্যানালাইজার দিয়ে তাঁর শ্বাস পরীক্ষা করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অত্যধিক মদ্যপানের জেরেই নিয়ন্ত্রণ হারান অভিনেতা। অ্যাক্সিলেটারে বেশি চাপের জেরে গাড়ির গতি আরও বেড়ে যায়। নিয়ন্ত্রণ রাখতে না-পেরে বাইকচালককে ধাক্কা মারেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen