ইনস্টাগ্রামে প্রতিদিন ভক্ত সংখ্যা বাড়ছে হুহু করে এই অভিনেত্রীর, জানেন কেন?
‘লায়লা মজনু’, ‘বুলবুল’, ‘কলা’-তে দুর্দান্ত অভিনয় করেন এবং পরিচিতি লাভ করেন তিনি।
December 17, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ‘লায়লা মজনু’, ‘বুলবুল’, ‘কলা’-তে দুর্দান্ত অভিনয় করেন এবং পরিচিতি লাভ করেন তিনি। কিন্তু Animal সিনেমায় জোয়া চরিত্রে অভিনয় করে ভারতের নতুন জাতীয় ক্রাশ, ভাবী ২ এখন এই অভিনেত্রী। হ্যাঁ, আমরা কথা বলছি অভিনেত্রী তৃপ্তি দিমরিকে নিয়ে।i
এক সাক্ষাৎকারে তৃপ্তি দিমরি জানিয়েছেন, ”আমার পরিবারের লোকজন নজর রাখছে আমার অ্যাকাউন্টের দিকে। তাঁরা প্রতিদিন আমাকে বলছে ফলোয়ারের সংখ্যা কত? আমার তো খুবই ভালো লাগছে। মানুষ আমাকে ভালোবাসছে। আশা করছি, এভাবেই আরও ভালোবাসা পাব।”
Animal হিট হওয়ার পর থেকেই প্রতিদিন হুহু করে বাড়ছে তৃপ্তির ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা। এই মুহূর্তে তাঁর অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা ৩.৯ মিলিয়ন।