কোভিড আক্রান্ত কাজল, রয়েছেন নিভৃতবাসে

রবিবার ইনস্টাগ্রাম মেয়ে নিয়াশার ছবি পোস্ট করেছেন কাজল

January 30, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

ওমিক্রনের দাপটে নাজেহাল মুম্বই। করোনার তৃতীয় স্ফীতিতে আক্রান্ত হচ্ছেন একের পর এক তারকা। এ বার করোনা আক্রান্ত হলেন কাজল। অভিনেতা নিজেই অনুরাগীদের সেই খবর দিলেন।

রবিবার ইনস্টাগ্রাম মেয়ে নিয়াশার ছবি পোস্ট করেছেন কাজল। মেহেন্দি হাতে মেয়ের ছবির ক্যাপশনে কাজল জানান নিজের ছবি পোস্ট করতে পারছেন না। কাজল সুলভ রসিকতায় ‘ডিডিএলজে গার্ল’ জানান সর্দিতে ব্যতিব্যস্ত তিনি। তাই নিজের ছবি পোস্ট করছেন না। করোনা আক্রান্ত হওয়ায় আপাতত তিনি নিভৃতবাসে রয়েছেন। মেয়েকে ‘মিস’ করছেন।

বলিউড অভিনেতা ব্যস্ত ছিলেন তাঁর আগামী ছবির কাজে। আপাতত ‘দ্য লাস্ট হুরেই’ ছবিতে তাঁর শুটিং বন্ধ থাকছে বলে খবর। অভিনেতার মেয়ে পড়াশোনা সূত্রে রয়েছেন সিঙ্গাপুরে। কাজলের স্বামী অজয়ও করোনা আক্রান্ত কি না তা অবশ্য জানা যায়নি। কাজলের ইনস্টা পোস্টে মন্তব্য করেছেন তাঁর অনুরাগীরা। সবাই দ্রুত তনুজা-তনয়ার সু্স্থতা কামনা করেছেন। পোস্টে মন্তব্য করেছেন প্রিয়ঙ্কা চোপড়াও। তবে তিনি লিখেছেন নিয়াশাকে অপরূপ সুন্দর লাগছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen