BJP ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগ দিলেন অভিনেত্রী পার্নো মিত্র
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৪৪: ফের দলবদল দেখল বঙ্গ রাজনীতিতে! শুক্রবার তৃণমূল ভবনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী পার্ণো মিত্র। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বরাহনগর কেন্দ্রে তৃণমূল প্রার্থী তাপস রায়ের বিরুদ্ধে বিজেপির হয়ে ভোটে লড়েছিলেন পার্নো।
দোরগোড়ায় ছাব্বিশের বিধানসভা ভোট। তার প্রাক্কালে তৃণমূলে যোগ দিলেন পার্নো। ওয়াকিবহাল মহলের মতে, অভিনেত্রীর প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের তাপসের বিরুদ্ধে বিজেপির টিকিটে বরাহনগরে পদ্ম ফোটাতে ব্যর্থ হয়েছিলেন অভিনেত্রী। এরপরই ঘনিষ্ঠ মহলের কাছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন পার্নো।
চন্দ্রিমা বলেন, ‘‘পার্নো মিত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে আকৃষ্ট হয়ে তৃণমূলে যোগদানের আগ্রহ প্রকাশ করেছিলেন। দলের সর্বোচ্চ নেত্রী তাঁকে সংযুক্ত করার নির্দেশ দিয়েছেন।’’
তৃণমূলে যোগদানের পরে পার্নো বলেন, ‘‘আজ আমার জন্য খুব বড় দিন। আমার নতুন পথে যাত্রা শুরু। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এগিয়ে যাব। ছ’বছর আগে অবশ্যই বিজেপিতে যোগদান করেছিলাম। যে ভাবে ভেবেছিলাম, সে ভাবে বিষয়টি এগোয়নি। মানুষ ভুল করেই থাকে। তা শুধরে নেওয়ার সময় এসে গিয়েছে বলে তৃণমূলে যোগদান।’’
বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে বিজেপি ছেড়ে অভিনেত্রীর শাসকদলে যোগদান নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। একুশের নির্বাচনে বিজেপির টিকিটে প্রার্থী হয়েছিলেন পার্নো কিন্তু জিততে পারেননি। ২০০৭ সালে পার্নোর অভিনয় জীবন শুরু হয়েছিল। রবি ওঝার ‘খেলা’ ধারাবাহিক দিয়ে শুরু হয় তাঁর সফর। ‘রঞ্জনা আমি আর আসব না’ ‘বেডরুম’, ‘মাছ মিষ্টি অ্যান্ড মোর’, ‘রাজকাহিনী’, ‘আলিনগরের গোলকধাঁধা’, ‘অপুর পাঁচালি’র মতো ছবিতে অভিনয় করেছেন পার্নো।
২০১৯ সালে লোকসভা ভোটের আগে একঝাঁক টলিউড তারকার সঙ্গে বিজেপিতে যোগ দেন তিনি। ২০২১-র বিধানসভা নির্বাচনে বরাহনগর থেকে তাঁকে প্রার্থী করা হয়েছিল। নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস রায়ের কাছে পরাজিত হন পার্নো। তাপস রায় এখন বিজেপিতে। সেবার নির্বাচনের আগে এক সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে তৃণমূলের বিধায়ক মদন মিত্রের সঙ্গে দোলযাত্রায় ‘নৌকাবিহার’ পার্টিতে যোগ দিয়েছিলেন পার্নো। এই ঘটনাকে সামনে রেখে ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায় পার্নো সহ পদ্ম শিবিরের তারকা মহিলা প্রার্থীদের ‘নগরের নোটি’ বলে কটাক্ষ করেছিলেন। একুশের বিধানসভা নির্বাচনের পরই বিজেপির থেকে দূরত্ব বাড়ান নায়িকা।
ছাব্বিশ সালের বিধানসভা ভোটের আগে পার্নো মিত্রর তৃণমূলে যোগ দেওয়ার বিষয়টিকে ইঙ্গিতপূ্র্ণ বলেই মনে করা হচ্ছে। আসন্ন ভোটে পার্নোকে কি তৃণমূলের প্রার্থী হিসেবে দেখা যাবে? নজর থাকবে সেদিকে।