ফের ফুলবদল! আজই তৃণমূলে যোগ দিচ্ছেন অভিনেত্রী পার্নো মিত্র?

December 26, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩০: দুয়ারে বিধানসভা নির্বাচন। তার আগে আজ, শুক্রবার তৃণমূলে যোগ দিচ্ছেন পার্নো মিত্র (Parno Mitra)। তৃণমূলের দলীয় সূত্রে খবর, রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের মহিলা শাখা শীর্ষ নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে শুক্রবার বেলা সাড়ে বারোটা নাগাদ তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন অভিনেত্রী।

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে বিজেপি ছেড়ে অভিনেত্রীর শাসকদলে যোগদান নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। একুশের নির্বাচনে বিজেপির টিকিটে প্রার্থী হয়েছিলেন পার্নো কিন্তু জিততে পারেননি। ২০০৭ সালে পার্নোর অভিনয় জীবন শুরু হয়েছিল। রবি ওঝার ‘খেলা’ ধারাবাহিক দিয়ে শুরু হয় তাঁর সফর। ‘রঞ্জনা আমি আর আসব না’ ‘বেডরুম’, ‘মাছ মিষ্টি অ্যান্ড মোর’, ‘রাজকাহিনী’, ‘আলিনগরের গোলকধাঁধা’, ‘অপুর পাঁচালি’র মতো ছবিতে অভিনয় করেছেন পার্নো।

২০১৯ সালে বিজেপিতে যোগ দেন তিনি। ২০২১-র বিধানসভা নির্বাচনে বরাহনগর থেকে তাঁকে প্রার্থী করা হয়েছিল। নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস রায়ের কাছে পরাজিত হন পার্নো। তাপস রায় এখন বিজেপিতে। সেবার নির্বাচনের আগে এক সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে তৃণমূলের বিধায়ক মদন মিত্রের সঙ্গে দোলযাত্রায় ‘নৌকাবিহার’ পার্টিতে যোগ দিয়েছিলেন পার্নো। এই ঘটনাকে সামনে রেখে ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায় পার্নো সহ পদ্ম শিবিরের তারকা মহিলা প্রার্থীদের ‘নগরের নোটি’ বলে কটাক্ষ করেছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen