প্রতারণার শিকার অভিনেত্রী রিমি সেন, খোয়ালেন চার কোটি টাকা!

২০১৯ সালে মুম্বইয়ের একটি জিমে আলাপ হয়েছিল অভিযুক্ত ওই ব্যবসায়ী রৌনক ব্যাসের।

March 31, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: India Today

বিনিয়োগের নামে প্রতারণার শিকার হয়েছেন বলিউডের বাঙালি অভিনেত্রী রিমি সেন। মুম্বইয়ের খার পুলিশ স্টেশনে এই মর্মে গোরেগাঁও এর এক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী। রিমির অভিযোগ অনুযায়ী নতুন ব্যবসায়ে বিনিয়োগের নামে ৪.১৪ কোটি টাকা ওই ব্যবসায়ী নিয়েছেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ওই ব্যবসায়ীর কাছ থেকে কোনরকম সাড়া না পেয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছেন রিমি। রিমির সঙ্গে ২০১৯ সালে মুম্বইয়ের একটি জিমে আলাপ হয়েছিল অভিযুক্ত ওই ব্যবসায়ী রৌনক ব্যাসের। নতুন এক সংস্থায় বিনিয়োগের নামে তিনি অভিনেত্রীর কাছ থেকে ওই টাকা নিয়েছিলেন। অভিনেত্রীর অভিযোগ অনুযায়ী নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ওই ব্যবসায়ীর কাছ থেকে কোন টাকা ফেরত পাননি তিনি। পরবর্তীকালে রিমি জানতে পেরেছেন যে সংস্থার নামে ওই ব্যবসায়ী তার কাছ থেকে টাকা নিয়েছিলেন সেখানে আদৌ কোনো বিনিয়োগ করেন নি। একাধিকবার ওই ব্যবসায়ী নাকি অভিনেত্রীর ফোন উপেক্ষা করেছেন। পুলিশ জানিয়েছে অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত নামে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে। একটি সূত্রের খবর, ২০২০ সালের মার্চ মাসে নিজের অ্যাকাউন্ট থেকে ৩ লাখ টাকা অভিনেত্রীর অ্যাকাউন্টে ট্রান্সফার করেন ওই অভিযুক্ত ব্যবসায়ী। এছাড়াও সাড়ে তিন কোটি টাকার একটি চেক অভিনেত্রীকে দেওয়া হয়েছিল।

রিমি সেই চেক ক্লিয়ার করতে গেলে জানতে পারেন আদৌ ওই অ্যাকাউন্টের অস্তিত্ব নেই। এরপর থেকেই ওই ব্যবসায়ী অভিনেত্রীকে নানান অজুহাতে এড়িয়ে চলেন। বারংবার ফোন করা সত্বেও তিনি কোনো উত্তর দেননি এরপরই বাধ্য হয়ে অভিনেত্রী রিমি সেন মুম্বাইয়ের খান পুলিশ স্টেশনে ব্যবসার বিরুদ্ধে প্রচারণা অভিযোগ দায়ের করেন। প্রসঙ্গত, বলিউড ছবি ‘ধুম’ এ অভিষেক বচ্চনের স্ত্রী সুইটির ভূমিকায় অভিনয় করে যথেষ্ট নজর কেড়েছিলেন রিমি।পরবর্তীকালে অবশ্য বলিউড থেকে প্রায় নিজেকে সরিয়ে নিয়ে আসবে ফেলেছিলেন নিজের নাম। নিজের পুরনো নাম ‘শুভমিত্রায়’ ফিরে গিয়েছিলেন বলিউডের এই বাঙালি অভিনেত্রী। হঠাৎ তাকে দেখলে প্রথমে অনেকেই চিনতে পারবেন না রিমি ওরফে শুভমিত্রাকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen