হায়দ্রাবাদের শাড়ির শোরুম উদ্বোধনে গিয়ে বিপাকে সামান্থা, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়াতে

December 22, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam
Published by: Ritam

নিউজ ডেস্ক দৃষ্টিভঙ্গি, ১৫:২২: হায়দ্রাবাদের জুবলি হিল্স এলাকায় এক জনসমাগমে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে পড়ে অভিনেত্রী Samantha Ruth Prabhu-র একটি ভিডিও রবিবার রাত থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ভিড় ঠেলে গাড়ির দিকে এগোতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে দক্ষিণী অভিনেত্রীকে। এই ঘটনার জেরে ফের একবার ‘ফ্যান কালচার’ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

সূত্রের খবর, Jubilee Hills-এ একটি শাড়ির শোরুম—Sirimalle Sarees—উদ্বোধনে উপস্থিত ছিলেন সামান্থা। তাঁর আসার খবর ছড়াতেই দোকানের বাইরে জমায়েত হয় বিপুল ভিড়। অনুষ্ঠানের পর বেরোনোর সময় নিরাপত্তার ঘেরাটোপ ভেঙে অনেকে সেলফি তুলতে ছুটে আসেন। এমনকি ধাক্কাধাক্কির মধ্যেও পড়তে হয় অভিনেত্রীকে। শেষ পর্যন্ত নিরাপত্তারক্ষীরা নিজেদের দক্ষতায় তাঁকে গাড়িতে তুলে দেন।

এই ঘটনা মনে করাচ্ছে কয়েক দিন আগের আরেক ঘটনার সঙ্গে। ১৭ ডিসেম্বর নিধি আগরওয়ালও হায়দ্রাবাদের লুলু মলে ভিড়ের চাপে পড়েছিলেন। প্রভাস অভিনীত The Raja Saab ছবির গান প্রকাশের অনুষ্ঠানে সেই ঘটনায় প্রায় পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। পরে হায়দ্রাবাদ পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে।

পরপর এই দুই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠেছে সেলিব্রিটিদের নিরাপত্তা ও দর্শকদের আচরণ নিয়ে। ভিড়ের চাপে অস্বস্তি স্পষ্ট হলেও সামান্থা পুরো সময় শান্ত থেকেছেন। তবে রবিবার গভীর রাত পর্যন্ত তাঁর বা টিমের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen