নির্যাতন সহ একাধিক অভিযোগে পুলিশের হেফাজতে অভিনেত্রী শুভশ্রীর জামাইবাবু

দেবশ্রী গঙ্গোপাধ্যায় অভিযোগ করেছেন যে, বিয়ের ১০ দিনের মধ্যেই তাঁকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক অত্যাচার করেছেন অমিত ভাটিয়া।

June 19, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

প্রতারণা, মিথ্যা প্রতিশ্রুতি, শারীরিক, মানসিক নির্যাতন সহ একাধিক বিস্ফোরক অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) জামাইবাবু অমিত ভাটিয়া (Amit Bhatia)। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায় তাঁর স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। এরপর তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রসঙ্গত, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের (Debashree Ganguly) ইতিপূর্বেও বিয়ে হয়েছিল। যদিও বিয়ের পর সংসার তাঁদের ভেঙে যায়। পরবর্তীকালে তাঁর পরিচয় হয় অমিত ভাটিয়ার সঙ্গে। গত ২ রা এপ্রিল তাঁদের বিয়ে হয়। কিন্তু বিয়ের অল্প কিছুদিনের মধ্যেই সম্পর্ক খারাপ হতে আরম্ভ করে। দেবশ্রী গঙ্গোপাধ্যায় অভিযোগ করেছেন যে, বিয়ের ১০ দিনের মধ্যেই তাঁকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক অত্যাচার করেছেন অমিত ভাটিয়া।

এরপর অমিত ভাটিয়া সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করেন তিনি। সেসময় তিনি জানতে পারেন যে, ইতিপূর্বেও তাঁর নামে বহু অভিযোগ রয়েছে। তাঁকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করেছেন অমিত ভাটিয়া। তিনি অভিযোগ করেছেন, একাধিক সময় তাঁর কাছ থেকে ও তাঁর বাবার কাছ থেকে কয়েক লক্ষ টাকা ব্যবসার নাম করে নিয়েছেন অমিত ভাটিয়া। এরপরই তিনি পুলিশের দ্বারস্থ হন। গত শনিবার অমিত ভাটিয়াকে গ্রেফতার করেছে নিউটাউনের টেকনো সিটি থানার পুলিশ। আজ তাঁকে বারাসাত আদালতে পেশ করা হবে বলে জানা যাচ্ছে।

দেবশ্রী গঙ্গোপাধ্যায় অভিযোগ করেছেন যে, তাঁর ১৭ বছরের একটি সন্তান আছে। তিনি খোঁজ খবর নিয়ে জানতে পেরেছেন যে, বারাসত আদালতে অমিত ভাটিয়ার বিরুদ্ধে ধর্ষণের মামলা রয়েছে। এ বিষয়টি শ্বাশুড়ীকে জানাতে গেলে, তিনি তাঁর ওপরই পালটা দোষারোপ করতে শুরু করেন। কিন্তু, তিনি অন্যায়ের প্রতিবাদ করেছেন বলে জানান। তিনি জানালেন, নিজের ঘর সংসার বাঁচাতে একজন অবিবাহিত মেয়ের সঙ্গে যা করা হয়েছে, তা তিনি সমর্থন করতে পারবেন না। প্রসঙ্গত, প্রথমবার বিয়ের পর সংসার ভেঙে যায় দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের, এবারও বিয়ের আড়াই মাসের মধ্যেই সম্পর্কে ফাটল ধরতে শুরু করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen