বিজেপির বিরুদ্ধে কথা বলার জন্যই শ্লীলতাহানির চেষ্টা? অভিযোগ দায়ের স্বরা ভাস্করের

দিল্লির বসন্তকুঞ্জ থানায় নিজের অভিযোগ জানিয়েছেন স্বরা।

October 11, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

দুই ব্যক্তির নামে পুলিশে অভিযোগ দায়ের করলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। তাঁদের মধ্যে একজন ইউটিবার এবং অন্য জন টুইটার ব্যবহারকারী। স্বরার অভিযোগ, নেটমাধ্যমে সেই দুই ব্যক্তি নানা বার্তা ছড়িয়ে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করছেন।

দিল্লির বসন্তকুঞ্জ থানায় নিজের অভিযোগ জানিয়েছেন স্বরা। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় সেই দুই ব্যক্তির নামে মামলা দায়ের হয়েছে। এই ঘটনার পরে ক্ষুব্ধ হয়ে স্বরা টুইটে লেখেন, ‘আমি একা নই। আমার মতো নেটমাধ্যমে অনেকেই এ ধরনের হেনস্থার শিকার হন। যে সব মহিলা স্পষ্টবাদী, তাঁদের এ ভাবেই খেসারত দিতে হয়। কিন্তু এটা একদমই ঠিক নয়।’

এই প্রথম নয়। অতীতেও একাধিক বার নেটমাধ্যমে কটাক্ষের মুখে পড়েছেন স্বরা। নিজের রাজনৈতিক মতাদর্শ নিয়ে মুখ খুলে প্রায়শই বিতণ্ডায় জড়ান তিনি। সম্প্রতি শাহরুখ-পুত্র আরিয়ান খানের সমর্থনে কথা বলেছিলেন তিনি। তারকা-সন্তানদের প্রত্যেক মুহূর্তে কী ভাবে আতশকাচের নীচে রাখা হয়, সে বিষয়ে সরব হয়েছিলেন স্বরা ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen