Adani: কুমোরটুলি ঘাটের সংস্কার করবে আদানি গোষ্ঠী

এই চুক্তির আওতায় হুগলি নদীর তীরবর্তী কুমোরটুলি ঘাটে পুনর্গঠন, সংস্কার ও সৌন্দর্যায়ন প্রকল্প শুরু হবে, যা SMPK-র ‘স্বচ্ছতা’ উদ্যোগের অংশ

July 13, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯.২৩: কলকাতার ঐতিহ্য রক্ষার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে আদানি গ্রুপ (Adani Group) ও শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা (Syama Prasad Mookerjee Port, Kolkata – SMPK) একসাথে উদ্যোগ নিয়েছে কুমোরটুলি ঘাট (Kumartuli Ghat) সংস্কারের।

কুমোরটুলি কলকাতার মৃৎশিল্পীদের (clay modellers) পাড়া হিসেবে পরিচিত, যেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিমা নির্মাণের ঐতিহ্য চলে আসছে। এই ঐতিহাসিক ঘাটের সৌন্দর্যায়ন ও আধুনিকীকরণের মাধ্যমে তা আরও পরিচ্ছন্ন ও নিরাপদ করে তোলা হবে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জন্য।

ইতিমধ্যেই একটি মউ (Memorandum of Understanding – MoU) স্বাক্ষরিত হয়েছে কলকাতা বন্দর এবং আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকনমিক জোন লিমিটেডের (Adani Ports and Special Economic Zone Ltd – APSEZ) মধ্যে। এই চুক্তির আওতায় হুগলি নদীর (Hooghly river) তীরবর্তী কুমোরটুলি ঘাটে পুনর্গঠন, সংস্কার ও সৌন্দর্যায়ন প্রকল্প শুরু হবে, যা SMPK-র ‘স্বচ্ছতা’ (Swachhata) উদ্যোগের অংশ।

জানা যাচ্ছে, কুমোরটুলি ঘাট সংস্কারের কাজ সফলভাবে সম্পূর্ণ হলে আগামীদিনে আদানি গোষ্ঠীর সঙ্গে জোট করে বাগবাজারের মায়ের ঘাট (Maayer Ghat)-সহ কলকাতা ও হাওড়ার আরও বেশ কিছু গঙ্গার ঘাট সংস্কারের পথে হাঁটতে পারেন বন্দর কতৃপক্ষ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen