জানুয়ারি জুড়ে রবিবারেও মিলবে বাড়তি মেট্রো, বদলাল সময়সূচি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:৩০: নতুন বছরে যাত্রীদের সুবিধার্থে বড় পদক্ষেপ নিল কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ। জানুয়ারি মাসে রবিবারগুলিতে ছুটির আমেজ থাকলেও কমছে না মেট্রোর সংখ্যা, বরং ব্লু ও গ্রিন লাইনে চালানো হবে অতিরিক্ত মেট্রো। আগামী ৪, ১১, ১৮ এবং ২৫ জানুয়ারি- এই চার রবিবার মিলবে বিশেষ পরিষেবা।
ব্লু লাইন (দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম):
এই রুটে রবিবার সাধারণত ১৩০টি মেট্রো চলে, যা বাড়িয়ে ১৬০টি (৮০টি আপ ও ৮০টি ডাউন) করা হয়েছে। প্রথম মেট্রো সকাল ৯টাতেই ছাড়বে। তবে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ৯টা ৩০-এর বদলে ৯টা ৩৩ মিনিটে এবং দমদমগামী শেষ মেট্রো ৯টা ৪৪ মিনিটে ছাড়বে। এছাড়া বিকেল ৩টে ২০ থেকে সন্ধ্যা ৭টা ২০ পর্যন্ত ১০ মিনিটের বদলে ৮ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।
গ্রিন লাইন (হাওড়া ময়দান-সেক্টর ফাইভ):
এই রুটে ১০৮টির পরিবর্তে ১২৪টি মেট্রো চলবে। প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে কোনও বদল নেই। তবে বিকেল ৪টে থেকে রাত ৮টা ৩০ পর্যন্ত ১৫ মিনিটের বদলে ১০ মিনিট অন্তর মেট্রো পরিষেবা মিলবে।
ইয়েলো লাইনে পরিষেবা স্বাভাবিক থাকলেও, অরেঞ্জ ও পার্পল লাইনে রবিবার কোনও মেট্রো চলবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।