গৃহঋণে বন্ধ অতিরিক্ত কর ছাড়, মোদী সরকারের সিদ্ধান্তে চাপে মধ্যবিত্তরা

সরকার বহু ঘোষণা করলেও কার্যক্ষেত্রে কোনও ইতিবাচক প্রভাব পড়েনি। এবার গৃহঋণে অতিরিক্ত কর ছাড় তুলে দেওয়ায় মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা।

February 6, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

নতুন কোনও কর ছাড় মেলেনি। উল্টে মধ্যবিত্তের জন্য গৃহঋণের ক্ষেত্রে একটি অতিরিক্ত কর ছাড়ের সুবিধাও চুপিসারে কেড়ে নেওয়া হল এবার বাজেটে। মাত্র বছর কয়েক আগে তা চালু হয়েছিল। আয়কর সংক্রান্ত করবিন্যাসের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ২০১৯-২০ আর্থিক বছরে বাজেটে প্রথমবার বাড়ি কেনার জন্য ব্যাঙ্কঋণের উপর বাড়তি কর ছাড়ের যে সুযোগ দেওয়া হয়েছিল, সেটি এবার বন্ধ হয়ে গেল। গত ১ ফেব্রুয়ারি ঘোষিত মোদী সরকারের বাজেটে ওই সিদ্ধান্তের মেয়াদ আর বাড়ানো হয়নি। অর্থাৎ আগামী মাসেই সমাপ্ত হয়ে যাচ্ছে ওই সুবিধা। এটি একদিকে যেমন মধ্যবিত্তের জন্য দুঃসংবাদ, ঠিক তেমনই রিয়াল এস্টেট সেক্টরের কাছেও বড়সড় ধাক্কা। কারণ, করোনা মহামারীর আগে থেকে দেশজুড়ে চলছিল আবাসন শিল্পের মন্দা। সরকার বহু ঘোষণা করলেও কার্যক্ষেত্রে কোনও ইতিবাচক প্রভাব পড়েনি। এবার গৃহঋণে অতিরিক্ত কর ছাড় তুলে দেওয়ায় মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen