কালীপুজোয় ভিড় নিয়ন্ত্রণে শিয়ালদহ শাখায় বাড়তি ট্রেন, জানুন সময়সূচি

October 18, 2025 | 2 min read
Published by: Ritam

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০০: কালীপুজোর (Kali Puja 2025) ভিড় সামলাতে বাড়তি ট্রেনের সিদ্ধান্ত নিল পূর্ব রেল (Eastern Railways)। উৎসবের মরশুমে যাত্রীদের চাপ বাড়বে, এমন আশঙ্কাতেই শিয়ালদহ শাখার বিভিন্ন রুটে চালানো হবে বিশেষ ট্রেন। শিয়ালদহ-ডানকুনি, শিয়ালদহ-বারাসত, বনগাঁ-বারাসত, শিয়ালদহ-রানাঘাট এবং শিয়ালদহ-বারুইপুর রুটে চলবে এই অতিরিক্ত পরিষেবা। প্রতিটি ট্রেনই মাঝপথের সব স্টেশনে থামবে, যাতে যাত্রীরা সহজে ওঠানামা করতে পারেন।

শিয়ালদহ-ডানকুনি স্পেশাল ট্রেন সোমবার রাত সাড়ে এগারোটায় শিয়ালদহ (Sealdah) থেকে ছাড়বে এবং রাত ১২টা ১৫ মিনিটে ডানকুনিতে পৌঁছবে। ফেরার পথে ট্রেনটি ডানকুনি থেকে ছাড়বে রাত ১২টা ২৫ মিনিটে, শিয়ালদহে পৌঁছবে রাত ১টা ৫ মিনিটে।

শিয়ালদহ-বারাসত বিশেষ ট্রেন ছাড়বে সোমবার রাত ১২টা ১০ মিনিটে শিয়ালদহ থেকে। বারাসতে পৌঁছবে রাত ১২টা ৫৫ মিনিটে। সেখান থেকে ফেরার ট্রেন বারাসত থেকে ছাড়বে রাত ১টা ১০ মিনিটে এবং শিয়ালদহে পৌঁছবে রাত ১টা ৫৫ মিনিটে।

বনগাঁ-বারাসত স্পেশাল ট্রেন সোমবার রাত সাড়ে ১২টায় বনগাঁ থেকে রওনা হবে এবং বারাসতে পৌঁছবে রাত দেড়টায়। ফেরার ট্রেন বারাসত থেকে ছাড়বে রাত ২টোয়, বনগাঁ পৌঁছবে রাত ৩টে ৮ মিনিটে।

শিয়ালদহ-রানাঘাট রুটেও থাকবে অতিরিক্ত ট্রেন। রাত ১২টা ৪০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে ট্রেনটি, রানাঘাটে পৌঁছবে রাত আড়াইটে নাগাদ। রানাঘাট থেকে ফেরার ট্রেন ছাড়বে রাত ১১টা ৪৫ মিনিটে, শিয়ালদহে পৌঁছবে রাত ১টা ৪০ মিনিটে।

এছাড়াও শিয়ালদহ-বারুইপুর বিশেষ ট্রেন রাত সাড়ে বারোটায় ছাড়বে শিয়ালদহ থেকে। রাত ১টা ১৫ মিনিটে পৌঁছবে বারুইপুরে। ফেরার ট্রেন বারুইপুর থেকে ছাড়বে রাত ১টা ২৫ মিনিটে, শিয়ালদহে পৌঁছবে রাত ২টো ১০ মিনিটে।

রাজ্য সরকারের অনুরোধে আগামী সোমবার থেকে শুক্রবার পর্যন্ত নৈহাটি স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়াবে না। পরিবর্তে ৫ অথবা ৬ নম্বর প্ল্যাটফর্মে থামবে ট্রেনগুলি। পাশাপাশি, যাত্রীদের সুবিধার জন্য অতিরিক্ত ৬টি এসি লোকালও চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen