Congress: হেরে গিয়েও কংগ্রেসে নতুন দায়িত্ব পেলেন অধীর

October 5, 2025 | < 1 min read
Published by: Ritam
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:০০: বিহারের বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব বড় পদক্ষেপ নিল। দলের ওয়ার্কিং কমিটির (Congress Working Committee) সদস্য ও প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) এবার গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হয়েছে। তাঁকে বিহার নির্বাচনের জন্য কংগ্রেসের সিনিয়র পর্যবেক্ষক (senior observer) হিসেবে নিযুক্ত করা হয়েছে। শনিবার অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (AICC) সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল জানিয়েছেন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের (Mallikarjun Kharge) নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

এই দায়িত্বে অধীর রঞ্জনের পাশাপাশি রয়েছেন আরও দুই প্রবীণ নেতা। রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গহলৌত (Ashok Gehlot) ও ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (Bhupesh Baghel)। তাঁরা একসঙ্গে বিহারের নির্বাচনী প্রস্তুতি, প্রার্থী নির্বাচন, এবং সংগঠনকে আরও শক্তিশালী করার কাজ তত্ত্বাবধান করবেন।

 

অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের অন্যতম অভিজ্ঞ ও স্পষ্টভাষী নেতা হিসেবে দীর্ঘদিন ধরেই দলের গুরুত্বপূর্ণ মুখ। লোকসভায় বিরোধী দলনেতা হিসেবে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সংসদে মোদী সরকারের নানা নীতির বিরুদ্ধে তিনি বরাবরই সরব থেকেছেন। তবে গত লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্রে অধীরকে পরাজয়ের মুখ দেখতে হয়। তৃণমূল প্রার্থী ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানের (Yusuf Pathan) কাছে তিনি প্রায় ৮৫ হাজার ভোটে হেরে যান। সেই ফলাফল দলের ভেতরে কিছুটা হতাশা তৈরি করলেও, কংগ্রেস নেতৃত্ব তাঁর অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার ওপর পূর্ণ আস্থা রেখেছে।

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিহারের মতো গুরুত্বপূর্ণ রাজ্যে অধীরের নেতৃত্বে কংগ্রেস নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়তে চাইছে। তাঁর কৌশল ও মাঠের অভিজ্ঞতা দলকে নির্বাচনের আগে শক্ত ভিত গড়ে তুলতে সাহায্য করবে বলেই মনে করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen