জগদ্ধাত্রী পুজোর ভিড় সামাল দিতে তৎপর প্রশাসন ও পুলিশ

চন্দননগর ফেরিঘাট, চন্দননগর ও মানকুণ্ডু রেলস্টেশনে টিকিট কাউন্টারের সংখ্যা বাড়ানো হবে।

November 1, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সুষ্ঠুভাবে জগদ্ধাত্রী পুজো আয়োজন করতে সোমবার, পুজো উদ্যোক্তা কেন্দ্রীয় কমিটির সঙ্গে প্রশাসনিক বৈঠক করেছে হুগলি জেলা প্রশাসন ও পুলিশ। চন্দননগরের রবীন্দ্রভবনে আয়োজিত বৈঠকে জেলশাসক মুক্তা আর্য, চন্দননগরের কমিশনার অমিত পি জাভালগি, মেয়র রাম চক্রবর্তী-সহ বিভিন্ন কর্তারা উপস্থিত ছিলেন। সূত্রে জানা গিয়েছে, প্রশাসন আঁচ করছে এবারের পুজোয় বিপুল জনসমাগম হবে। পুলিশ থেকে দমকল, দর্শনার্থীদের স্বাভাবিক যাতায়াত নিয়ে বিশেষ পরিকল্পনা করা হয়েছে। চন্দননগর ফেরিঘাট, চন্দননগর ও মানকুণ্ডু রেলস্টেশনে টিকিট কাউন্টারের সংখ্যা বাড়ানো হবে।

নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার আশ্বাস দিয়েছেন পুলিশ কমিশনার। পাশাপাশি, ভদ্রেশ্বরের অ্যাঙ্গাস এলাকায় রেললাইনের সমস্যা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। রেল কর্তৃপক্ষকে বৈঠকে ডাকা হয়েছিল। জানা গিয়েছে, জিটি রোডের উপর রেলের বিদ্যুৎ সরবরাহ বিভাগের দুটি খুঁটি আছে। চাঁপদানি থেকে শোভাযাত্রার লরি চন্দননগরে আসার ক্ষেত্রে সমস্যা হতে পারে। বৈঠকে যৌথ পরিদর্শনের মাধ্যমে সমস্যা মেটানোর সিদ্ধান্ত হয়েছে। প্রশাসন সুষ্ঠু পদক্ষেপের আশ্বাস দিয়েছে। পুর পরিষেবা ও ফেরি পরিষেবা যথাযথ রাখা হবে। পুরসভার তরফে যাবতীয় সহযোগিতা করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen