গঙ্গাসাগরে পুণ্যার্থীরা মাস্ক পরছে কি না খতিয়ে দেখতে তৎপর প্রশাসন

পাশাপাশি, সাগরদ্বীপে একটি মোবাইল মাস্ক ভ্যান নামানো হয়েছে। বিনামূল্যে সেখান থেকে মাস্ক বিলি হচ্ছে।

January 2, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

মাস্ক বিধি কতটা মানা হচ্ছে গঙ্গাসাগরে। খতিয়ে দেখতে পথে নামল প্রশাসন। গঙ্গাসাগরে মাস্ক বাধ্যতামূলক করেছিল জেলা প্রশাসন। তারপরও অনেকেই সেই বিধি মানছিলেন না বলে অভিযোগ আসে তাদের কাছে। বিষয়টি সরেজমিনে দেখতে যৌথ অভিযানে নেমে পড়ে ব্লক ও পুলিস প্রশাসন। শুক্রবার সকালে সাগরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান বিডিও ও অন্যান্য আধিকারিকরা। পুণ্যার্থীদের মুখে মাস্ক না দেখলেই তা পরিয়ে দেওয়া হয়। পাশাপাশি, সাগরদ্বীপে একটি মোবাইল মাস্ক ভ্যান নামানো হয়েছে। বিনামূল্যে সেখান থেকে মাস্ক বিলি হচ্ছে।

গঙ্গাসাগর মেলা যাতে সুষ্ঠু ও সংক্রমণমুক্ত রাখা যায়, তার জন্য আগাম ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। জেলাশাসক পি উলগানাথন সাংবাদিক বৈঠক করে এই দ্বীপে মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করেন। এরপরও বিভিন্ন প্রান্ত থেকে খবর আসতে শুরু করে, পুণ্যার্থীদের অনেকেই তা মানছেন না। এদিন সকালে বিডিও সুদীপ্ত মণ্ডল নিজে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। বেশ কয়েকজনের থুতনিতে মাস্ক ঝুলছে দেখে এগিয়ে যান তিনি। সঠিকভাবে মাস্ক পরতে বলা হয় তাঁদের। দোকান মালিকদের, ডালা ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে। বিডিও বলেন, কেউ বিনা মাস্কে এলে তাঁকে পুজোর সামগ্রী বিক্রি করা যাবে না, এই বার্তা দেওয়া হয়েছে। কোনওভাবেই বিধি ভঙ্গ করা যাবে না, সেই বার্তা নিয়ে প্রচার চলছেই। প্রশাসন আগেই জানিয়েছে, গঙ্গাসাগর মেলায় যে সব পুণ্যার্থী আসবেন, তাঁদের ভ্যাকসিনের ডবল ডোজের সার্টিফিকেট দেখাতে হবে। যদিও সেটা বাধ্যতামূলক নয়। কেউ না দেখালে, তাঁকে ফিরিয়ে দেওয়া হবে না। এছাড়াও মেলা যাওয়ার বিভিন্ন প্রবেশপথে টিকা দেওয়ার ব্যবস্থা থাকবে। জানা গিয়েছে, যদি কেউ এখানে ভ্যাকসিন নিতে চান, তার ব্যবস্থা করবে প্রশাসন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen