করোনা আবহেই রাজ্যজুড়ে পুরসভা নির্বাচনের প্রশাসনিক প্রস্তুতি শুরু

যে সব জেলায় পুরভোট রয়েছে, সেখানকার জেলা প্রশাসনকে চিঠি নিয়ে যাবতীয় তথ্য জানতে চেয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

June 26, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

করোনা আবহেই রাজ্যজুড়ে পুরসভা নির্বাচনের প্রশাসনিক প্রস্তুতি শুরু হল। যে সব জেলায় পুরভোট রয়েছে, সেখানকার জেলা প্রশাসনকে চিঠি নিয়ে যাবতীয় তথ্য জানতে চেয়েছে রাজ্য নির্বাচন কমিশন। ১২ জুন রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতিটি জেলাকে তথ্য দেওয়ার জন্য ‘রিমাইন্ড’ করা হয়। এরপরেই বিভিন্ন স্তরে নির্বাচনী তোড়জোড় শুরু হয়েছে। ওয়ার্ডের বিস্তারিত তথ্য সংগ্রহ করে তা নথিবদ্ধ করা হচ্ছে। ডিসিআরসি ভেনু নিয়ে তৎপরতা চলছে। ডিসিআরসি ভেনু করার জন্য বুধবার আসানসোলের একাধিক জায়গা পরিদর্শন করেছেন জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা।

করোনা সংক্রমণ বাড়লেও ধীরে ধীরে সমস্ত কিছু স্বাভাবিক করার চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে এবার নির্বাচনী কর্মকাণ্ডও শুরু হয়ে গেল। করোনার প্রকোপের আগে রাজ্যে পুর নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল। সুষ্ঠুভাবে ভোট শেষ করতে মেয়াদ উত্তীর্ণ পুরবোর্ডগুলির তথ্য সংগ্রহে জোরকদমে নেমেছিল কমিশন। ওয়ার্ড ভিত্তিক সংরক্ষণের তালিকা প্রকাশও হয়ে যায়। অনেক জায়গায় নেতারা প্রচারেও নেমে পড়েন। যদিও এই মারণ ভা‌ইরাস সবকিছু স্তব্ধ করে দিয়েছিল। কিন্তু জনজীবন স্বাভাবিক হতেই কমিশন এবার নির্বাচনের কাজ শুরু করে দিয়েছে। সেই মতো ওয়ার্ডের বিস্তারিত তথ্য ও ডিসিআরসি ভেনু জানতে চেয়ে চিঠি পাঠায় তারা। কমিশনের নির্দেশের পর কাজও শুরু হয়ে গিয়েছে।

পুরসভা নির্বাচন

জানা গিয়েছে, পশ্চিম বর্ধমান জেলায় মেয়াদ শেষ হতে চলেছে আসানসোল পুরসভার। ১০৬টি ওয়ার্ড বিশিষ্ট এই বড় কর্পোরেশনে ১০০২টি বুথ রয়েছে। ২০১৫ সালে প্রথম এই কর্পোরেশনের নির্বাচন হয়। সেবার ভোট করানোর জন্য দুটি ডিসিআরসি করা হয়েছিল। একটি আসনাসোল ইন্ডোর স্টেডিয়ামে, অন্যটি উষাগ্রাম হাইস্কুলে। কিন্তু এবার ‘কস্ট কাটিং’ ও প্রশাসনিক পরিচালনার সুবিধার জন্য একটি ডিসিআরসি থেকেই পুরো নির্বাচন প্রক্রিয়া শেষ করতে চাইছে প্রশাসন। সে‌ই কারণে বুধবার প্রশাসনিক আধিকারিকরা আসানসোল উইমেনস কলেজ, বিবি কলেজ পরিদর্শন করেছেন। প্রশাসনিক মহলের মতে, বিবি কলেজে ডিসিআরসি হলে উষাগ্রাম বয়েজ স্কুলের মাঠকে ব্যবহার করা যেতে পারে। একইভাবে উইমেনস কলেজকে বেছে নিলে ইন্ডোর স্টেডিয়ামের মাঠকে ব্যবহার করা যাবে। তবে, পুরসভা নির্বাচনকে মাথায় রেখে এই ভেনু নির্বাচন করার কাজ হলেও, বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও এই পরিদর্শন বাড়তি সুবিধা দেবে বলে তাঁরা আশাবাদী।

আসানসোল বিবি কলেজের অধ্যক্ষ অমিতাভ বসু, আসানসোলের উইমেনস কলেজের সহ অধ্যক্ষ সন্দীপ কুমার ঘটক বলেন, নির্বাচনী কাজে ব্যবহারের জন্য এদিন প্রশাসনিক আধিকারিকরা আমাদের কলেজের রুমগুলি দেখে গিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen