স্নাতকের ফাঁকা আসন পূরণ করতে ভর্তি চলবে অভিন্ন পোর্টালের মাধ্যমে

বরং কলেজগুলি তাদের শূন্য আসনের ভিত্তিতে ভর্তি নিক। এবারে বিষয় হল, আসন ফাঁকা রয়ে গিয়েছে সাড়ে পাঁচ লক্ষ।

August 23, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: স্নাতকের ফাঁকা আসন এবার পূরণ করতে ৭ সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় ধাপের (মপ আপ) ভর্তি চলবে অভিন্ন পোর্টালের মাধ্যমে। তবে, তারপরে আর পোর্টালের কোনও ভূমিকা থাকবে না। যা শূন্য আসন, তা কলেজগুলি নিজেরা পূরণ করবে। সেই ভর্তি প্রক্রিয়া চালানো যাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। উচ্চশিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছে। ১৬ আগস্ট একটা বৈঠক হয় এ নিয়ে। তখনই সিদ্ধান্ত হয়, যে কয়েক হাজার ছাত্রছাত্রী এখনও ভর্তির আওতার বাইরে রয়েছেন, তাঁদের দায়িত্ব কলেজগুলিকে দেওয়া হোক। কারণ, অল্পসংখ্যক ছাত্রছাত্রীর জন্য পোর্টালের মাধ্যমে ভর্তি অসুবিধাজনক। বরং কলেজগুলি তাদের শূন্য আসনের ভিত্তিতে ভর্তি নিক। এবারে বিষয় হল, আসন ফাঁকা রয়ে গিয়েছে সাড়ে পাঁচ লক্ষ।

সেই আসন কোনোভাবেই পূরণ হওয়া সম্ভব নয়। তবে, এবারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কলেজের আসন সংখ্যায় কিছু পরিবর্তন আনতে চায় বিকাশ ভবন। কম চাহিদাসম্পন্ন বিষয়গুলির আসন কমিয়ে অধিক চাহিদার বিষয়গুলির আসন বাড়ানো, একটি দুর্বল কলেজকে নামী কলেজের সঙ্গে যুক্ত করা, কোনও কলেজ থেকে পড়ুয়াদের মুখ ফিরিয়ে নেওয়ার কারণগুলি চিহ্নিত করার মতো পদক্ষেপ তারা নিতে চাইছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen