এশিয়ান শুটিংয়ে রেকর্ড গড়ে সোনা জিতলেন জয়দীপ পুত্র আদ্রিয়ান কর্মকার

পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনস ফাইনালে স্বর্ণ পদক জেতেন দুইবারের অলিম্পিয়ান ঐশ্বর্য প্রতাপ সিংহ তোমর।

August 25, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:১৫: ভারতীয় শুটিং আবারও প্রমাণ করল কেন তারা এশিয়ার অন্যতম শক্তিশালী দল। কাজাখস্তানের শিমকেন্টে আয়োজিত ১৬তম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে রবিবার রীতিমতো সোনার বন্যা বইয়ে দিয়েছে ভারতের শুটাররা। সিনিয়র থেকে জুনিয়র দুই বিভাগেই দাপট দেখালেন ভারতীয়রা।

পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনস ফাইনালে স্বর্ণ পদক জেতেন দুইবারের অলিম্পিয়ান ঐশ্বর্য প্রতাপ সিংহ তোমর। টানটান লড়াইয়ে চীনের ওয়েনইউ ঝাওকে মাত্র ০.৫ পয়েন্টে পিছনে ফেলে সোনা জেতেন তিনি। ঐশ্বর্যের স্কোর ছিল ৪৬২.৫, ঝাও শেষ করেন ৪৬২ পয়েন্টে। জাপানের নাওয়া ওকাডা ব্রোঞ্জ জেতেন ৪৪৫.৮ পয়েন্টে। এটা ঐশ্বর্যের দ্বিতীয় ব্যক্তিগত এশিয়ান চ্যাম্পিয়নশিপ সোনা। ২০২৩ সালে সোনা জিতেছিলেন, ২০২৪ সালে রুপোতে সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে। এ বার আবারও সোনায় ভরলেন তিনি।

এই ইভেন্টে আরও দুই ভারতীয় শুটার, চাইন সিংহ ও অখিল শেওরান, যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থান দখল করেন। তবে ব্যক্তিগত সোনা জেতার পর দলগত বিভাগেও দারুণ পারফরম্যান্স করেন ঐশ্বর্য, চাইন ও অখিল। একসঙ্গে দলগত সোনাও জেতেন তাঁরা।

জুনিয়র বিভাগেও সোনার সাফল্য এলো ভারতের হাতে। বাংলার শুটার আদ্রিয়ান কর্মকার, কিংবদন্তি জয়দীপ কর্মকারের পুত্র, দারুণ পারফরম্যান্সে জোড়া সোনা জিতলেন। জুনিয়র ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনস ফাইনালে ৪৬৩.৮ স্কোর করে শুধু সোনা জেতেননি, এশিয়ান জুনিয়র রেকর্ডও গড়েছেন তিনি। যোগ্যতা অর্জন পর্বে অষ্টম হয়ে ফাইনালে উঠলেও, নিলিং থেকে শুরু করে স্ট্যান্ডিং সব পজিশনেই স্থির ছিলেন আদ্রিয়ান।

এর আগে দলগত জুনিয়র থ্রি পজিশনে আদ্রিয়ান, বেদান্ত ও রোহিত কান্যন একসঙ্গে সোনা জেতেন। অর্থাৎ, একই দিনে জোড়া সোনা আদ্রিয়ানের ঝুলিতে।

ভারতের এই ধারাবাহিক পারফরম্যান্সের ফলে পদক তালিকাতেও শীর্ষে আছে ভারত। মোট ২৬টি সোনা, ৯টি রুপো ও ১১টি ব্রোঞ্জ জিতে ভারত নিজেদের আধিপত্য স্পষ্ট করেছে এশিয়ান শুটিং মঞ্চে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen