মেট্রোয় যুক্ত হল উন্নত প্রযুক্তির চীনা রেক

এদিন চীনা রেকটি বেলা ১২টা ০৬ মিনিটে দমদম থেকে কবি সুভাষের উদ্দেশে রওনা দেয়।

August 7, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সুদূর চীন থেকে চলতি বছরের মে মাসের চতুর্থ সপ্তাহে নোয়াপাড়া কার শেডে এসে পৌঁছেছিল উন্নত প্রযুক্তির এক জোড়া রেক। প্রায় একমাসের বেশি সময় ধরে এই রেকের ট্রায়াল চলছিল। তার মধ্যে একটি রেক (এমআর ৫১৩) এদিন কবি সুভাষ থেকে দমদম রুটে যাত্রী নিয়ে পথ চলা শুরু করল।

যদিও অপর রেকটি (এমআর ৫১৪) কবে যাত্রী পরিষেবায় নামবে, তা এখনও স্পষ্ট নয়। এদিন চীনা রেকটি বেলা ১২টা ০৬ মিনিটে দমদম থেকে কবি সুভাষের উদ্দেশে রওনা দেয়। বেলা ১২টা ৫৫ মিনিটে সেটি কবি সুভাষ স্টেশনে যাত্রা শেষ করে। ফিরতি রুটে দুপুর ১টায় যাত্রী বোঝাই করে দক্ষিণের প্রান্তিক স্টেশন থেকে ছাড়ে এবং দুপুর ১টা ৪৯ মিনিটে পৌঁছয় গন্তব্যে। যাত্রী স্বাচ্ছন্দ্যের একাধিক বৈশিষ্ট্য রয়েছে এই রেকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen