ভুয়ো টিকা কাণ্ড : অ্যাডভাইজরি প্রকাশ রাজ্যের

পাশাপাশি, ভ্যাকসিন যাতে নষ্ট না হয় সেই বিষয়েও লক্ষ্য রাখতে বলা হয়েছে।

June 25, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

কসবায় (Kasba) ভুয়ো টিকা (Fake Vaccine) দেওয়ার ঘটনায় এবার অ্যাডভাইজরি (Advisory) প্রকাশ করল রাজ্য স্বাস্থ্য দপ্তর (Health Dept)। কোভিড ভ্যাকসিন (Covid Vaccine) নিয়ে বর্তমান পরিস্থিতিতে জারি করা সেই অ্যাডভাইজরিতে বলা হয়েছে, ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট অনলাইন পোর্টাল (Online Portal) বা অ্যাপে রেজিষ্ট্রেশন (App Registration) করতেই হবে।

পাশাপাশি, ভ্যাকসিন যাতে নষ্ট না হয় সেই বিষয়েও লক্ষ্য রাখতে বলা হয়েছে। ১২ বছর বা তার নীচে সন্তান রয়েছে এমন মায়েদেরকেও ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এছাড়াও পরিবহন কর্মী, হকার, ফল ও সব্জি বিক্রেতাদের আগামী ৭ দিন টিকাকরণে জোর দেওয়া হবে। শহরাঞ্চল ও শহরতলিতে যাতে টিকাকরণের হার বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে এই অ্যাডভাইজরিতে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen