SIR-র কাজের চাপে স্ট্রোকে আক্রান্ত AERO, ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে চলছে চিকিৎসা

November 30, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৪৪: SIR সংক্রান্ত কাজের চাপে রাজ্যে ফের অসুস্থ এক আধিকারিক। জানা যাচ্ছে, রবিবার স্ট্রোকে আক্রান্ত হলেন এক AERO। ঘটনাটি ঘটেছে তমলুকে। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে কলকাতার ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরিবারের অভিযোগ, SIR সংক্রান্ত অতিরিক্ত চাপের জন্য অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

রোগাক্রান্ত AERO-র নাম বিবেকানন্দ পাল। তিনি পিংলা ব্লকের ইউথ অফিসার। তমলুকের চণ্ডীপুরের বাসিন্দা বিবেকানন্দ পাল SIR প্রক্রিয়ায় AERO-র দায়িত্ব পালন করছিলেন। জানা গিয়েছে, রবিবার সকালে বাড়িতেই শৌচালয় থেকে ফিরে এসে আর কথা বলতে পারছিলেন না তিনি। তড়িঘড়ি স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তরিত করা হয়। জানা গিয়েছে, স্ট্রোকে আক্রান্ত হয়েছেন তিনি।

বিবেকানন্দের পরিবারের সদস্যদের দাবি, গত কয়েকদিন ধরেই কাজের চাপে অসুস্থবোধ করছিলেন তিনি। তাঁদের কথায়, “সকালে শুয়ে ছিলেন। শৌচালয় থেকে আসার পর অসুস্থ হয়ে পড়েন। মাথায় জল দিয়ে, নিয়ে আসা হয় হাসপাতালে। SIR-র কাজে নিযুক্ত ছিলেন। চাপের মধ্যে ছিলেন। স্ক্যান করে জানা গিয়েছে মাথায় সমস্যা ধরা পড়েছে। কলকাতায় নিউরোসায়েন্সেস হাসপাতালে পাঠানো হয়েছে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen