AFC ASIAN CUP 2027 QUALIFIER: সিঙ্গাপুরের মুখোমুখি হবে ভারত, ঘোষণা হল ২৩ সদস্যের দল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:০০: ভারতীয় ফুটবলে নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন প্রধান কোচ খালিদ জামিল। এএফসি এশিয়ান কাপ ২০২৭ কোয়ালিফায়ারের ফাইনাল রাউন্ডের গ্রুপ সি-তে সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রবিবার তিনি ঘোষণা করলেন ভারতের ২৩ সদস্যের সিনিয়র জাতীয় দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে অক্টোবরের ৯ তারিখে, সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে।
গত ২০ সেপ্টেম্বর থেকে বেঙ্গালুরুতে অনুশীলনে ব্যস্ত ব্লু টাইগাররা। এই ম্যাচের পর ঘরের মাঠে ফিরবে দল, যেখানে ১৪ অক্টোবর গোয়ার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে তারা। বর্তমানে গ্রুপ সি-র তলানিতে রয়েছে ভারত (দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট), অন্যদিকে সিঙ্গাপুর শীর্ষে রয়েছে চার পয়েন্ট নিয়ে। তাই এই ম্যাচ ভারতের জন্য কার্যত মরণ বাঁচন লড়াই।
ভারতীয় দলের সিঙ্গাপুর সফরের আগের দিন খালিদ জামিল বলেন, “আমরা এখন শুধুমাত্র পরবর্তী ম্যাচে ফোকাস করছি। এখনই বড় জায়গার দিকে তাকানোর সময় নয়। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।” তিনি আরও বলেন, “আমরা ধাপে ধাপে এগোব। একবারে একটিই ম্যাচ আমাদের লক্ষ্য।”
এই সফরে ২৩ জন খেলোয়াড় যাচ্ছেন সিঙ্গাপুরে, তবে রিজার্ভে রাখা হয়েছে আরও দুইজনকে—গোলরক্ষক ঋত্বিক তিওয়ারি এবং ফরোয়ার্ড মুহাম্মদ সুহেলকে। তারা গোয়ায় হতে যাওয়া হোম ম্যাচে দলে যোগ দিতে পারেন। খালিদ বলেন, “যদিও আমরা ২৩ জন নিয়ে যাচ্ছি, বাকিদের পারফরম্যান্সও আমরা নজরে রাখছি। ঋত্বিক ও সুহেলল দুই ম্যাচের জন্যই স্ট্যান্ডবাইয়ে থাকছে।”
এক নজরে দেখে নেওয়া যাক ভারতের ২৩ সদস্যের দল:-
গোলকিপার: গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, গুরমীত সিং।
ডিফেন্স: সন্দেশ ঝিঙ্গান, রাহুল ভেকে, আনোয়ার আলি, পরমবীর সিং, ভালপুঁইয়া, মহম্মদ উভাইস।
মিডফিল্ড:- সাহাল আবদুল সমাদ, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, দীপক টাংরি, দানিশ ফারুক ভাট, নরেম মহেশ সিং, মাকার্টন লুইস নিকসন, নিখিল প্রভু, উদান্তা সিং।
ফরোয়ার্ড -: সুনীল ছেত্রী, লালিয়ানজুয়ালা ছাঙতে, লিস্টন কোলাসো, রহিম আলি, ফারুখ চৌধুরী, বিক্রম প্রতাপ সিং।