AFC Asian Cup Qualifiers: সিঙ্গাপুরের বিরুদ্ধে ড্র, যোগ্যতা অর্জনে জটিলতা বাড়ল ভারতের

October 9, 2025 | < 1 min read
Published by: Saikat

ভারত: ১ (রহিম আলি)      সিঙ্গাপুর: ১ (ফান্দি)

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:১৮: এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের পথে বড় ধাক্কা খেল ভারতীয় ফুটবল দল। ফিফা ক্রমতালিকায় অনেক পিছিয়ে থাকা সিঙ্গাপুরের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে আরও কঠিন হয়ে উঠল সুনীল ছেত্রীদের (Sunil Chhetri) অঙ্ক।

মাসখানেক আগেই কাফা নেশনস কাপে খালিদ জামিলের কোচিংয়ে ছুটছিল ভারতীয় দল। নতুন কোচকে ঘিরে আশার আলো দেখা গেলেও, প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরতেই সেই চেনা ছন্নছাড়া ছবি।

ম্যাচের শুরু থেকেই ভারতীয় দল ছিল ছন্দহীন ও এলোমেলো। সিঙ্গাপুরের মাঝমাঠ থেকে বাড়ানো বল বারবার ভ্যাবাচ্যাখা খাইয়ে দেয় ভারতীয় রক্ষণকে। সন্দেশ জিংঘান, লিস্টন কোলাসোদের খেলায় মরিয়া ভাবের অভাব ছিল স্পষ্ট।

শেষ মুহূর্তে সিঙ্গাপুরের রক্ষণের ভুলে রহিম আলি তাঁর প্রথম আন্তর্জাতিক গোল না করলে ভারতের জন্য অপেক্ষা করছিল আরও বড় লজ্জা।

এশিয়ান কাপের যোগ্যতা পর্বে ভারতের পারফরম্যান্স শুরু থেকেই হতাশাজনক। প্রথম দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট সংগ্রহ করেছে টিম ইন্ডিয়া (Team India)। ফলে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো কার্যত মরণ-বাঁচন হয়ে দাঁড়িয়েছে।

খালিদ জামিলের ছেলেরা যে মানসিকভাবে প্রস্তুত নন, তা এদিনের পারফরম্যান্সে স্পষ্ট। এখন দেখার, এই ড্রয়ের পর দল ঘুরে দাঁড়াতে পারে কি না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen