এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বে ভারত বনাম বাহরাইন,কে করবে বাজিমাত?
আজ শুরু হচ্ছে ভারতের অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বের অভিযান।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৩৪: আজ শুরু হচ্ছে ভারতের অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বের অভিযান। প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে বাহরাইনের,ম্যাচটি অনুষ্ঠিত হবে কাতারের দোহায় সুহেইম বিন হামাদ স্টেডিয়ামে রাত ৮:৪৫ মিনিটে (ভারতীয় সময়)। গ্রুপ ‘এইচ’-এ ভারত, কাতার,বাহরাইন এবং ব্রুনাই এই চারটি দল রয়েছে। তিনটি ম্যাচের বাছাইপর্বে ভারতকে প্রতিটি ম্যাচেই পয়েন্টের জন্য কঠিন লড়াই করতে হবে, কারণ শুধুমাত্র গ্রুপ চ্যাম্পিয়ন এবং সেরা চারটি রানার্স-আপ দল মূল পর্বে সুযোগ পাবে।
এই টুর্নামেন্টের আগে ভারতের প্রস্তুতি কিন্তু সহজ ছিল না। জুনে তারা তাজিকিস্তানে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল একটিতে তাজিকিস্তানের কাছে ২-৩ ব্যবধানে হেরে যায় এবং অন্যটি কিরগিজ রিপাবলিকের সঙ্গে গোলশূন্য ড্র করে। আগস্টে বেঙ্গালুরুর পদুকোন-দ্রাবিড় স্পোর্টস এক্সেলেন্স সেন্টারে ২০ দিনের একটি আবাসিক ক্যাম্পের আয়োজন করা হয়। এর পরে মালয়েশিয়ায় গিয়ে ইরাকের অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলে ভারত। তবে দুটিতেই হেরে যায় (১-২ এবং ১-৩)। এই হারগুলো কোচ নওশাদ মুসার দলের জন্য সতর্কবার্তা হিসেবে এসেছে।
ভারতের দলে বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতি কোচ মুসার জন্য বড় চ্যালেঞ্জ। তাই আজকের ম্যাচে সঠিক কৌশল ও ধৈর্যের মাধ্যমে খেলাটিকে নিয়ন্ত্রণ করাই হবে মূল লক্ষ্য। বাহরাইনের বিপক্ষে জয় পেলে ভারতীয় শিবিরে আত্মবিশ্বাস অনেকটা বাড়বে, পরের ম্যাচে শক্তিশালী কাতারের বিরুদ্ধে নামার আগে তা দারুণ প্রেরণা দেবে। ইতিহাস বলছে, ভারত এখনও পর্যন্ত কখনোই এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। তাই এবার সুযোগকে কাজে লাগাতে হবে।
বাহরাইনের জন্যও ম্যাচটি সমান গুরুত্বপূর্ণ। তারা মাত্র একবার, ২০২০ সালে মূল পর্বে খেলেছে। এবার তারা গ্রুপে কাতারের পেছনে দ্বিতীয় স্থান অর্জনের লক্ষ্যে মাঠে নামবে। ভারতের সঙ্গে মানের তফাত খুব বেশি নয়, তাই ম্যাচটি হবে সমানে সমান লড়াইয়ের।
আজকের সম্ভাব্য ভারতীয় একাদশ:-
গোলকিপার: সাহিল পুনিয়া
ডিফেন্ডার: রিকি মেইতেই, বিকাশ ইউমনাম (অধিনায়ক), পরমবীর সিং, মুহাম্মদ সাহীফ
মিডফিল্ডার: লালরিনলিয়ানা হ্নামতে, লালরেমতলুয়াঙ্গা ফানাই, ম্যাকার্টন নিকসন
ফরোয়ার্ড: মোহাম্মদ সুহেল, পার্থিব গগই, সানান