শেষ মুহূর্তে বাতিল আফগান বিদেশমন্ত্রীর তাজ মহল পরিদর্শন
October 12, 2025
|
< 1 min read
Published by: Ritam

আগ্রার ডেপুটি কমিশনার সোনম কুমার জানিয়েছেন, ভ্রমণ বাতিলের নির্দেশ দিল্লি থেকে এসেছে। তবে তিনি এর পেছনে কোন বিশেষ কারণ বলতে পারেননি। তাজ মহলে নিয়োজিত একজন জ্যেষ্ঠ নিরাপত্তা আধিকারিক বলেন, সফরটি বাতিল করা হয়েছে। তবে এখন পর্যন্ত কর্তৃপক্ষ থেকে কোনো কারণ দর্শানো হয়নি।
আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী বৃহস্পতিবার নয়া দিল্লিতে পৌঁছন এবং ছ’দিনের ভারত সফরে রয়েছেন। এই সফরের সময়, আমীর মুততকি আফগানিস্তান দূতাবাসে বিদেশমন্ত্রী ডঃ জয়শঙ্করের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা করেন এবং পরে একটি সাংবাদিক সম্মেলন করেন।