শেষ মুহূর্তে বাতিল আফগান বিদেশমন্ত্রীর তাজ মহল পরিদর্শন

October 12, 2025 | < 1 min read
Published by: Ritam
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:০৯: আগ্রার তাজ মহল পরিদর্শনের জন্য নির্ধারিত আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমীর খান মুততকির (Mawlawi Amir Khan Muttaqi) ভ্রমণ হঠাৎ করেই বাতিল করা হয়েছে। রবিবারের জন্য পরিকল্পিত এই সফরে মুততকির প্রায় দেড় ঘণ্টা থাকার কথা ছিল তাজ মহলে এবং পরে একটি হোটেলে দুপুরের খাবারের জন্য উপস্থিত থাকার কথা ছিল।

 

আগ্রার ডেপুটি কমিশনার সোনম কুমার জানিয়েছেন, ভ্রমণ বাতিলের নির্দেশ দিল্লি থেকে এসেছে। তবে তিনি এর পেছনে কোন বিশেষ কারণ বলতে পারেননি। তাজ মহলে নিয়োজিত একজন জ্যেষ্ঠ নিরাপত্তা আধিকারিক বলেন, সফরটি বাতিল করা হয়েছে। তবে এখন পর্যন্ত কর্তৃপক্ষ থেকে কোনো কারণ দর্শানো হয়নি।

 

আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী বৃহস্পতিবার নয়া দিল্লিতে পৌঁছন এবং ছ’দিনের ভারত সফরে রয়েছেন। এই সফরের সময়, আমীর মুততকি আফগানিস্তান দূতাবাসে বিদেশমন্ত্রী ডঃ জয়শঙ্করের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা করেন এবং পরে একটি সাংবাদিক সম্মেলন করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen